২০২৩ বিশ্বকাপে সব পুষিয়ে দিতে চান তামিম

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস করেন তামিম ইকবাল। ২০১৯ বিশ্বকাপেও ভারতের বিপক্ষে রোহিত শর্মার ক্যাচ ছাড়েন তিনি। ২০২৩ বিশ্বকাপে খেলতে পারলে সব ক্যাচ মিস পুষিয়ে দেবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও নাসির হোসেনের সাথে সম্প্রতি এক লাইভ আড্ডায় এমনটা বলেছেন বাংলাদেশের নবনিযুক্ত ওয়ানডে অধিনায়ক।
২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। অ্যাডিলেডের সেই ম্যাচে যখন ১৫ বলে ইংলিশদের ২০ রান দরকার ছিল, তখন তাসকিনের বলে লং অনে ক্যাচ তুলে দেন ক্রিস ওকস। যে ক্যাচটি লুফে নিতে ব্যর্থ হন তামিম।

আড্ডায় কথা প্রসঙ্গে বলেন, ‘২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আমি ওকসের ক্যাচটা ছেড়েছিলাম তাসকিনের বলে, যে সময় খেলাটা খুব ক্লোজ হয়ে গিয়েছিল। ক্যাচটা ছাড়ার পর আমার কাছে মনে হচ্ছিল, মাটি দুই ভাগ হয়ে যাক, আমি ভেতরে ঢুকে যাই।
আমাকে কেউ আর দেখার দরকার নেই। আমি সেই মুহূর্তে ৩২ কোটি গালাগাল শুনেছি। ৩২ কোটি কারণ, বাংলাদেশের ১৬ কোটি মানুষ, একটা করে গালি তো দেয়নি, দুইটা করে দিয়েছে সবাই।‘
পেসার রুবেলের জাদুকরী স্পেলে সেই ম্যাচটি অবশ্য জিতে নেয় বাংলাদেশ। তবে এবারের বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি জেতা হয়নি বাংলাদেশের। রোহিতের ক্যাচ মিসের আফসোস এখনও করেন তামিম।
কথা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আল্লাহই জানে, কেন বিশ্বকাপ এলেই আমার কাছ থেকে ক্যাচ ছুটে যায়! এই (২০১৯) বিশ্বকাপেও ক্যাচ ছুটে গেছে। আশা করি, ২০২৩ বিশ্বকাপ যদি খেলতে পারি, তাহলে একবারে সব পুষিয়ে দেব।’