অ্যাডিলেডে না জিতলে বাংলাদেশে আসা হতো না তামিমের!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রুবেল হোসেন ছুটছেন। তাঁর পেছনে ছুটছেন বাংলাদেশ দলের সবাই। একপাশে শুয়ে পড়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাঁর ওপর হুমড়ি খেয়ে পড়লেন একে একে সবাই। অ্যাডিলেড ওভালে সেদিন বাংলাদেশের উচ্ছ্বাস ছিল বাঁধন হারা। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের সেই জয়টি ক্রিকেট ইতিহাসেরই অংশ হয়ে গেছে।
যদিও এই জয়ের পেছনে থাকা অন্য একটি গল্প শুনিয়েছেন বাংলাদেশের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সেদিন গুরুত্বপূর্ণ সময়ে ইংলিশ ব্যাটসম্যান ক্রিস ওকসের ক্যাচ হাতছাড়া করেছিলেন তামিম। এরপর ম্যাচ হারলে তাঁর বাংলাদেশেই আসা হতো না বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে লাইভ আড্ডায় তামিম বলেছেন, 'আমি ওই মুহূর্তে ৩২ কোটি গালি খেয়েছি। কারণ বাংলাদেশের ১৬ কোটি মানুষ একটা করে তো দেয় নাই দুইটা করে গালি দিয়েছে। রুবেল মাশাল্লাহ যে বোলিং করলো দুইটা উইকেট নিয়ে নিল। ওই ম্যাচের হাইলাইটস দেখলে দেখবি যে সবাই রুবেলের পেছনে দৌঁড়ায়। সবাই রুবেলের পেছনে দৌঁড়েছে কারণ ম্যাচ জিতে গেছি। আমি রুবেলের পেছনে দৌঁড়েছি কারণ আমি বেঁচে গেছি। যদি ওই ম্যাচ হারতাম আমার আর বাংলাদেশে আসা লাগতো না।'
ওকসের ক্যাচ হাতছাড়ার পর কমেন্ট্রি বক্সে থাকা নাসের হোসাইন বলে উঠেছিলেন, ‘মিড-অন’স দিয়ার….শুড বি টেকেএএএন! ওহ হি’জ ড্রপড’ইম! হ্যাজ হি কস্ট’এম দ্য ম্যাচ? তামিম ইকবাল হ্যাজ ড্রপড ইট, অ্যান্ড বাংলাদেশ হেডস গো রাউন্ড অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, দে গো ডাউন।’
তামিমের এই ক্যাচ হাতছাড়ার পর ম্যাচটাই হাতছাড়া হতে চলেছিল। বোলিং প্রান্তে থাকা তাসকিন আহমেদও প্রায় রোবট হয়ে গিয়েছিলেন। যদিও খানিক পরেই বাংলাদেশকে উৎসবের উপলক্ষ্য এনে দেন রুবেল। সেই ম্যাচে বাংলাদেশ জয় পায় ১৫ রানে।
এই ঘটনার শুরু অনেক আগে। তামিম বলেছেন, 'আমি সবসময় নাসিরকে (হোসেন) বলতাম, বিশ্বকাপ ফাইনাল খেলা, ১ বলে দুই রান দরকার। বল আকাশে উঠলো তুই ফিল্ডিংয়ে ক্যাচ ধরতে গেলি আর ক্যাচ মিস করলি। তোর কেমন লাগবে? তোর সাথে কি হবে। এটা নিয়ে আমি নাসিরের সঙ্গে সব সময় ফাইজলামি করতাম।'
যেটা নিয়ে সবার সাথে খুনসুটি করতেন তামিম। সেই ঘটনাটা তামিমের সঙ্গেই ঘটে গিয়েছিল। এরপর থেকেই এরকম প্রশ্ন করে আর কাউকে বিব্রত করেন তামিম। তিনি যোগ করেন, 'ঘটনাটা আমার সাথেই ঘটে গেছে। সবারই মনে আছে, ২০১৫ বিশ্বকাপে আমি ওকসে ক্যাচটা ছেড়েছিলাম। যখন খেলাটা ক্লোজ হয়ে গিয়েছিল। তাসকিনের বলে। ক্যাচটা ছাড়ার পর আমার কাছে মনে হচ্ছিলো মাটি ফাঁক হয়ে যাক আমি ভিতরে ঢুকে যাই আমাকে কেউ আর দেখার দরকার নাই।'