promotional_ad

যুব বিশ্বকাপ থেকে কোহলি-রুবেল দ্বন্দ্ব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


এক যুগ ধরে চলে আসা দ্বন্দ্বের খোলাসা করেছেন রুবেল হোসেন। বিরাট কোহলির সঙ্গে ডানহাতি এই পেসারের মাঠের লড়াইয়ে যে দ্বন্দ্ব, এর সূত্রপাত কোথায় সেটা নিয়ে কথা বলেছেন এই পেসার। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে তামিম ইকবালের সঙ্গে কথোপকথনে এই রহস্যের খোলাসা করেন রুবেল। 


২০০৮ সালের যুব বিশ্বকাপে একে অপরের বিপক্ষে খেলেছেন রুবেল-কোহলি। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে চলাকালীন ত্রিদেশীয় সিরিজ চলাকালীন রুবেলের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন কোহলি। এরপর থেকেই মাঠের লড়াইয়ে দুজনের মধ্যে চলে অন্যরকম এক লড়াই।



promotional_ad

মাঠে স্লেজিংয়ের জন্য পরিচিত কোহলি। যুব বিশ্বকাপ থেকেই এটা করে আসছেন তিনি। তাঁর অধীনে ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ শিরোপাও যেতে ভারত। রুবেল জানান, কোহলিকে তখন থেকেই এমন আগ্রাসী মনোভাবে দেখে আসছেন। ডানহাতি এই পেসারের দাবি, বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি স্লেজিং করেন ভারতের এই অধিনায়ক। 


লাইভে কোহলির সঙ্গে দ্বন্দ্ব নিয়ে রুবেল বলেন, 'বিরাট কোহলির সাথে আমি অনূর্ধ্ব-১৯ খেলেছি। তখন থেকেই ওর সঙ্গে আমার একটু দ্বন্দ্ব লেগে আছে। অনূর্ধ্ব-১৯-এ ও অনেক বেশি স্লেজিং করতো। হয়তো জাতীয় দলে একটু কমেছে, কিন্তু অনূর্ধ্ব-১৯ এ অনেক স্লেজিং করতো। দক্ষিণ আফ্রিকায় একটা ত্রিদেশীয় সিরিজ ছিল, ও প্রচন্ড পরিমাণে স্লেজিং করছিলো। যেই ব্যাটিং করছে নামছিল আমাদের তাকেই উল্টা-পাল্টা বলে যাচ্ছিল। তখন ওর সাথে আমার বাজে একটা অঘটন ঘটে।'


'ওকে আউট করার পরে, বাজে কথা বলে বসি। সে সময় কোহলি আমার দিকে ব্যাট উল্টো করে ধরে। গালি দিচ্ছিলো, আমি ওর দিকে যাচ্ছিলাম। এটা অনূর্ধ্ব-১৯ এর কথা আরকি। আমি ওর দিকে যাচ্ছিলাম, ও আমার দিকে আসছিলো। এরপর আম্পায়ার এসে জিনিষটার সমাধান করে। ওই থেকেই ওর সঙ্গে আমার দ্বন্দ্ব শুরু হয় আরকি। এরপরে বিশ্বকাপে। জানেনই তো কিরকম স্লেজিং করে। বিশেষ করে আমাদের সাথে। জাতীয় দলের খেলাতেও ওর সাথে আমার কথা কাটাকাটি হয়েছে। মূলত শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ থেকে।' আরও যোগ করেন এই পেসার।



২০০৮ এর পর দুজন মুখোমুখি হয়েছেন ২০১১ বিশ্বকাপে। সেবার অসাধারণ এক শতক করেন কোহলি। অপরাজিত ১০০ রান করার পথে রুবেলের বিপক্ষে ১৫ বল খেলে ১৭ রান নেন তিনি। ২০১৪ সালের এশিয়া কাপে ফতুল্লায় আবার মুখোমুখি হন কোহলি-রুবেল। ১২২ বলে ১৩৬ রান করে ভারতকে ৬ উইকেটে জেতানো কোহলি আউট হন রুবেলের বলেই।


এর আগে রুবেলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ১৬ বলে ১৯ রান করেন তিনি । এরপরের বছর বিশ্বকাপে ৩ রান করে ফেরা কোহলি রুবেলের বিপক্ষে করেন ৪ বলে ০ রান। ২০১৬ টি২০ বিশ্বকাপে দেখা হলেও রুবেলের বল খেলতে অস্বস্তিতে পড়তে দেখা গেছে কোহলিকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball