শূন্য মাঠে জাদুকরী মুহূর্ত মিস করবেন কোহলি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মাঠে থাকে ক্রিকেটারদের জাদুকরী পারফরম্যান্স আর গ্যালারিতে থাকে দর্শকদের উন্মাদনা। ক্রিকেটের জন্মলগ্ন থেকেই এমনটাই হয়ে আসছে। তবে করোনার প্রকোপে লম্বা সময় দর্শকশূন্য মাঠে খেলা আয়োজনের প্রস্তাব দিয়েছেন অনেকে।
এমনটা হলে মাঠে দর্শকদের উন্মাদনা মিস করবেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের অধিনায়ক বলেছেন, জাদুকরী মুহূর্তগুলো নিজের ভেতর থেকে বের হয়ে আসা বেশ কঠিনই হবে।

এ প্রসঙ্গে কোহলি বলেন, 'আমি জানি খুব ভালো তীব্রতায় মধ্যেই খেলানো হবে। তবে খেলোয়াড়দের সঙ্গে স্টেডিয়ামে উপস্থিত দর্শকের মধ্যে যে একটা সংযোগ এবং টেনশন থাকে সে অনুভূতিগুলি এখানে তৈরি করা খুব কঠিন। বিষয়গুলো এখনও হয়তো থাকবে, এ পরিস্থিতি তৈরির কারণে একজনের মধ্যে যে জাদুকরী ব্যাপারটা অনুভব করার কথা, সেটা আসবে কি-না আমার সন্দেহ আছে।'
করোনাভাইরাসের কারণে সারা বিশ্বের ক্রিকেটই বন্ধ রয়েছে। ক্রিকেট খেলা শুরু হলেও তা কিভাবে সম্ভব হবে তা নিয়ে বিচার বিশ্লেষণ চলছে। চলতি বছরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ দর্শক শূন্য মাঠে আয়োজনের কথা ভাবা হচ্ছে। মূলত এ কারণেই বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে।
কোহলি মনে করেন এমন পরিস্থিতিতে দর্শকশূন্য মাঠে ক্রিকেট খেলা সম্ভব, 'এ পরিস্থিতিতে হতে পারে, এমনটা হতেই পারে। সত্যি বলতে কি আমি জানি না, সবাই এটা কীভাবে নিবে কারণ আমরা সবসময় দর্শকদের সামনে খেলে অভ্যস্ত।'