বগুড়ার সাড়ে তিনশতাধিক পরিবারকে সাকিবের উপহার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। ফলে খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। করোনায় বিপর্যস্তদের পাশে শুরু থেকেই ছিলেন জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। একক প্রচেষ্টায় এবং ফাউন্ডেশন গড়ে বাড়িয়ে দিয়েছেন মানবতার হাত। এরই অংশ হিসেবে সাকিব এবার দাঁড়ালেন গুড়ায় প্রায় সাড়ে তিনশতাধিক পরিবারের পাশে।
নিজ ফাউন্ডেশনের মাধ্যমে পাশে দাঁড়িয়েছেন সাকিব প্রায় সাড়ে তিনশতাধিক পরিবারের। সাহায্য হিসেবে নয়। পাঠিয়েছেন উপহার।

বৃহস্পতিবার (৭ মে) সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে বগুড়া জিলা স্কুলের প্রাক্তণ শিক্ষার্থীরা উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলে সাকিবের সতীর্থ মুশফিকুর রহিমের বাবা মাহবুব হাবিব।
মাহাবুব হাবিব বলেন, ‘মানুষ মানুষের জন্য। এটা ধর্মীয় ভাবে যেরকম সত্য, সামাজিকভাবেও সেরকম সত্য। আজকে যে কারণ ও উদ্দেশ্য নিয়ে আমরা সমবেত হয়েছি, এরকম যারা খাদ্যাভাবে জরাজীর্ণ অবস্থায় আছে সারাদেশেই তাদের পাশে সাকিব আল হাসান ফাউন্ডেশন দাঁড়িয়েছে।’
কার্যক্রমের ব্যাপারে একজন স্বেচ্ছাসেবক বলেন, ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন থেকে বগুড়ায় যে ত্রাণ সামগ্রী এসেছে তা বিতরণে আমরা বগুড়া জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে সহযোগিতা করছি।’
বর্তমানে পরিবারের সঙ্গে আমেরিকায় অবস্থান করছেন সাকিব আল হাসান। দেশের বাহিরে থাকলেও দেশের মানুষের বিপদে নিরন্তর কাজ করে যাচ্ছেন দেশসেরা এই অলরাউন্ডার।