চার হাজার কোটি টাকা ক্ষতির মুখে ইসিবি

ছবি: ছবিঃ- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে পুরো বিশ্বে। এর প্রভাব পড়েছে ক্রিকেটেও। বড় অঙ্কের ক্ষতির মুখে পড়তে পারে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইতোমধ্যেই একটি হিসেব বের করেছে তারা। সেই হিসেব অনুযায়ী, করোনাভাইরাসের কারণে যদি এই মৌসুমে আর খেলা না হয়, তাহলে অন্তত চার হাজার কোটি টাকা ক্ষতি হতে যাচ্ছে ইসিবির!
ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন মিডিয়াকে বলেন, ‘আমরা অনুমান করছি এই বছর আর কোনও ক্রিকেটই হয়তো আয়োজন করা সম্ভব হবে না। আমরা যে কোনও পরিকল্পনা করব, সেই উপায়ও নেই। খুবই খারাপ সময় পার করছি আমরা।

যদি ক্রিকেট না হয়, তাহলে আমরা অন্তত ৩৮০ মিলিয়ন পাউন্ড (প্রায় চার হাজার কোটি টাকা) লস করবো। একই সঙ্গে ইংল্যান্ড জুড়ে পেশাদার ক্লাবগুলো এবং জাতীয় দল মোট ৮০০ দিনের ক্রিকেট থেকে বঞ্চিত হয়ে যাবে।’
ক্ষতির মত পরিমাণটা হিসাব করা হয়েছে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের সব ধরনের আসর মিলিয়ে। ইসিবি গত সপ্তাহেই তাদের পুরো ক্রিকেট মৌসুম আগামী জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করে।
যদিও মৌসুম শেষ হওয়ার আগে ক্ষতি পুষিয়ে নিতে যথাসম্ভব চেষ্টা করতে চায় ইসিবি, নিশ্চিত করেন হ্যারিসন।
হ্যারিসন আরও বলেন, ‘নিশ্চিতভাবেই আমরা ইতিহাসের সবচেয়ে কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার মুহূর্তে চলে এসেছি। তবুও আমরা চেষ্টা করছি, ক্ষতির পরিমাণ যেন কমিয়ে আনা যায়।
সরকারেরও এক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন। আমরা চেষ্টা করছি, যা-ই হোক এই মৌসুমে, ক্ষতির পরিমাণটা যেন ১০০ মিলিয়নের বেশি না হয়।’