এই সপ্তাহে নিলামে উঠবে মুশফিকের ব্যাট

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মহামারী করোনাভাইরাসের কারণে জুবুথুবু অবস্থা দেশের খেটে খাওয়া মানুষের। তাঁদের পাশে দাঁড়িয়েছেন অনেক ক্রিকেটাররাই। কয়েকদিন আগে মানুষের সাহায্যার্থে বিশ্বকাপে রেকর্ডগড়া ব্যাট ২০ লাখ টাকায় নিলামে বিক্রি করে দিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।


সেই অর্থের পুরোটাই খরচ করা হবে অসহায় মানুষের সাহায্যার্থে। এবার এগিয়ে আসছেন মুশফিকুর রহিম এবং মোহাম্মদ আশরাফুলও। বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তুলছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক। জানা গেছে সবকিছু ঠিক থাকলে এ সপ্তাহেই নিলাম তোলা হবে তাঁর ব্যাট।


promotional_ad

মুশফিক ছাড়াও ব্যাট নিলামে তুলতে চান বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে বিক্রি করবেন তিনি।


তাঁর ব্যাটিংয়ের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১২ই মে। ব্যাটটির ভিত্তিমূল্যও চূড়ান্ত করেছেন আশরাফুল। অস্ট্রেলিয়া বধের সেই ব্যাটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৮ লাখ টাকা। 


এদিকে রবিবার রাতে নিলাম অনুষ্ঠিত হয় সৌম্য সরকার এবং তাসকিন আহমেদের ব্যাট-বলের। সৌম্যর একমাত্র টেস্ট সেঞ্চুরির ব্যাট ও তাসকিন আহমেদের হ্যাটট্রিক করা বলের ভিত্তিমূল্য ছিল ৩ লাখ টাকা করে। শেষ পর্যন্ত তাসকিনের বল ৪ লাখ ও সৌম্যর ব্যাট সাড়ে ৪ লাখে কিনে নেয় দেশের একটি শীর্ষস্থানীয় ব্যাংক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball