promotional_ad

৩৮০ মিলিয়ন পাউন্ড ক্ষতির মুখে ইসিবি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের প্রভাবে সারা বিশ্বেই ক্রিকেট বন্ধ। এই গ্রীষ্মে কোনো আন্তর্জাতিক এবং ঘরোয়া ম্যাচ না হলে মোটা অঙ্কের ক্ষতির মুখে পড়বে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ক্ষতির পরিমাণ হতে পারে ৩৮০ মিলিয়ন পাউন্ড। 


সম্প্রতি এমনটাই জানিয়েছেন ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন। ইংল্যান্ডের নতুন ক্রিকেট মৌসুম শুরুর কথা ছিল ২ এপ্রিল। তবে আগামী জুলাইয়ের আগে কোনো ম্যাচ আয়োজন সম্ভব হবে না বলে মনে করে ইসিবি।



promotional_ad

এ প্রসঙ্গে হ্যারিসন বলেন, 'আমরা ধারণা করছি এই মৌসুমে কোনো ক্রিকেট না হলে আমাদের ৩৮০ মিলিয়ন পাউন্ডের মতো ক্ষতি হবে। এটি আমাদের সবচেয়ে খারাপ পরিস্থতি।'


এটাকে এ যাবতকালের সবচেয়ে বড় আর্থিক চ্যালেঞ্জ বলে দাবি করছেন ইসিবি প্রধান নির্বাহী। তিনি বলেন, 'আমাদের ৮০০ দিনের ক্রিকেটের ক্ষতি হতে চলেছে, এর ফলে ক্ষতিগ্রস্থ হবে পেশাদার ক্লাবগুলো এবং ইসিবি। এখন পর্যন্ত এটাই আমাদের সবচেয়ে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ।'


করোনার কারণে এক বছর পিছিয়ে দেয়া হয়েছে ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট 'দ্য হান্ড্রেড'। এই টুর্নামেন্ট থেকেই ১১ মিলিয়ন পাউন্ড আয়ের পরিকল্পনা করেছিল ইসিবি। 



বর্তমান পরিস্থিতির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজও পিছিয়ে গেছে। ফলে আর্থিক ক্ষতি যেন পিছু ছাড়ছে না ক্রিকেটের অন্যতম ধনী এই ক্রিকেট বোর্ডের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball