এখনও দরজা খোলা হেলসের জন্যঃ মরগান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৯ ওয়ানডে বিশ্বকাপের দলে থাকা নিশ্চিত ছিল অ্যালেক্স হেলসের। কিন্তু নিষিদ্ধ ওষুধ সেবন করায় ২১ দিনের জন্য নিষিদ্ধ হন এই ব্যাটসম্যান। সেই সঙ্গে বিশ্বকাপের প্রাথমিক দল থেকে বাদ দেওয়া হয় এই ওপেনারকে।
এরপর থেকে দলের জাতীয় দলে বাইরে আছেন হেলস। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংলিশ এই ওপেনারকে আশার আলো দেখালেন অধিনিয়ায়ক ইয়ন মরগান। অধিনায়ক জানিয়েছেন, এখনও জাতীয় দলের দরজা খোলা আছে হেলসের জন্য।

ইংলিশদের হয়ে ফের মাঠে নামার জন্য তাকে অর্জন করতে হবে হারানো বিশ্বাস। তবে এটা অর্জন করার সময়সীমা বেঁধে দেননি বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। হেলসের সেই ঘটনা বিশ্বকাপের আগে দলের পরিবেশে প্রভাব ফেলেছিল বলেও জানান মরগান।
মরগান বলেন, 'আমার মনে হয়ে না, বিশ্বাস ফিরে পেতে কোনো সময়সীমা ঠিক করে দেওয়া যায়। এটা কেবল আমার ক্ষেত্রে নয়, দলের প্রতিটি সদস্য, স্টাফ, নির্বাচকদের ক্ষেত্রেও। এখন মে, ১১ মাস আগে অ্যালেক্সের (হেলস) সঙ্গে ঘটনাটা ঘটেছিল। তাই বলব, খুব বেশি দিন আগের ঘটনা নয়।
'যেটা ঘটেছে, তা দলের পরিবেশের জন্য ছিল ক্ষতিকর। অ্যালেক্স ও খেলোয়াড়দের মধ্যে বিশ্বাসে ফাটল ধরিয়েছে। তাই বলতে হয়, সেটা অর্জন করতে কতদিন লাগবে আমরা জানি না। তবে নিশ্চয়ই সেই বিশ্বাস ফিরে পাওয়ার জন্য এখনও দরজা খোলা আছে।'
২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের ফাইনাল খেলার পেছনে বড় অবদান ছিল হেলসের। ওয়ানডে দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। দেশের হয়ে খেলেছেন ১১টি টেস্ট, ৭০টি ওয়ানডে এবং ৬০টি টি-টোয়েন্টি।