সুইংয়ের জন্য ভারী বল ব্যবহারের পরামর্শ ওয়ার্নের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় বলে থুতু কিংবা লালা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরই মধ্যে এই বিষয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।

ক্রিকেটের সূচনা লগ্ন থেকেই বলের উজ্জ্বলতা বজায় রাখার জন্য লালা ব্যবহার করে আসছেন বোলাররা। কিন্তু আইসিসির নতুন নিয়ম বাস্তবায়িত হলে বিপাকে পড়বেন তারা। বিশেষ করে সমস্যা বেশি হবে পেসারদের। সেক্ষেত্রে সুবিধা পাবেন ব্যাটসম্যানরা।
তবে সমস্যা সমাধানে দারুণ এক পরামর্শ দিলেন সাবেক অজি কিংবদন্তি শেন ওয়ার্ন। বলকে সুইং করাতে লালা বা অন্য কিছু ব্যবহার করার দরকার নেই, বলের এক পাশ ভারী করলেই আর চকচকে করার প্রয়োজন হবে না বলে মত তাঁর। সেই সঙ্গে তিনি বিশ্বাস করেন, বল টেম্পারিং ছাড়াই ফ্ল্যাট উইকেটেও এই পন্থায় বোলাররা সহজেই সুইং করাতে পারবে।
সম্প্রতি স্কাই স্পোর্টস ক্রিকেটকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। ওয়ার্ন বলেন, ‘বলের এক পাশ ভারী করা হলেই বল সবসময় সুইং করবে। এটা অনেকটা টেপ টেনিস বল অথবা লন টেনিস বলের মতো মনে হবে।’
এদিকে ফাস্ট বোলারদের সুবিধার কথা চিন্তা করে এক সুখবর দিল অস্ট্রেলিয়ার খেলাধুলার সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোকাবুরা। ঘাম বা লালার বিকল্প হিসেবে ওয়াক্স এপ্লিকেটর তৈরি করছে তারা।
এই ওয়াক্স এপ্লিকেটর মূলত পকেট সাইজের একটি স্পঞ্জসদৃশ বস্তু। এটি দিয়েই বলের উজ্জ্বলতা ধরে রাখতে পারবেন বোলাররা। অনেকটা লালার মতোই ব্যবহার করা যাবে এই এপ্লিকেটরটি। এই বস্তু ব্যবহারে বলের মানও ঠিক থাকবে।