promotional_ad

করোনা মোকাবেলায় মাঠে নামছেন স্টোকস

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী লকডাউনে স্থবির হয়ে পড়েছে বিশ্বের স্বল্প আয়ের মানুষদের স্বাভাবিক জীবনযাপন। মহামারি এ ভাইরাসে ক্ষতিগ্রস্তদের প্রতি মানবতার হাত বাড়িয়ে দিচ্ছেন বিশ্বের ক্রিকেটাররা। করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে মাঠে নামছেন ইংলিশ ব্যাটসম্যান বেন স্টোকস। তবে এটি ক্রিকেটের মাঠে নয়। স্টোকস নামছেন চ্যারিটি ম্যারাথনের মাঠে।


হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের জন্য তহবিল সংগ্রহে প্রথমবারের মতো এক চ্যারিটি হাফ ম্যারাথনে দৌড়াবেন তিনি। মঙ্গলবার (৫ মে) ইংলিশ এই অলরাউন্ডারকে দেখা যাবে ম্যারাথনে দৌড়াতে।



promotional_ad

সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে এক ভিডিও বার্তায় স্টোকস নিজে বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার তহবিল সংগ্রহের জন্য নিজেদের বাড়ির উঠোনে পুরো ম্যারাথন দৌড়ে যে তিনজন লোককে ‘ক্রিকেট গার্টেন ম্যারাথন টিম’ হিসেবে অভিহিত করা হয়েছিল তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন বলে জানিয়েছেন এই অলরাউন্ডার।


স্টোকস বলেন, ‘হাফ ম্যারাথন এমন কিছু যা আমি সব সময় করার কথা ভেবেছি কিন্তু তা কখনও হয়ে উঠেনি। যেহেতু আমরা লকডাউনের মধ্যে আছি তাই আমি ভাবলাম বাইরে যাওয়ার সুযোগটা কাজে লাগাই। আর আমি যাচ্ছি তহবিল সংগ্রহের জন্য’।


২৮ বছর বয়সী তারকা মনে করেন তাঁর এই প্রচেষ্টা অন্যদের তহবিল যোগানে উৎসাহ দেবে।



তিনি আরো বলেন, ‘আমি আশাবাদী, ক্রিকেট গার্টেন ম্যারাথনের জন্য কিছু অনুদান দেয়ার ব্যাপারে আমি মানুষকে অনুপ্রাণিত করতে পারবো। আমি কেবল চেষ্টা করছি তারা যা সংগ্রহ করেছে সেই তহবিলে আরও কিছু অর্থ যোগ করার’।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball