promotional_ad

নেট বোলারদের পাশে মুশফিক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পুরো বিশ্বের মত থমকে গেছে বাংলাদেশও। এমন অবস্থায় সবচেয়ে ভোগান্তিতে আছেন নিম্ন আয়ের মানুষজন। মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সংস্থা। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ক্রিকেটাররাও।


মাঠের খেলা বন্ধ থাকায় অনুশীলনেও যেতে পারছেন না মুশফিকুর রহিম-তামিম ইকবালরা। ফলে বিপাকে পড়তে হয়েছে নেট বোলারদের। তবে এই বাজে সময়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন মুশফিক।



promotional_ad

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তিবদ্ধ ৩০ জন নেট বোলারকে সাহায্য করেছেন সাবেক এই অধিনায়ক। চরম দুঃসময়ের মধ্যে থাকা এসব নেট বোলাদের আর্থিক সহায়তা দেয়ার বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন নেট বোলারদের দায়িত্বে থাকা মোহাম্মদ সোহাগ।


সোহাগ বলেন, 'মুশফিক ভাই ২৮জন নেট বোলার এবং ২জন বল বয় সহ মোট ৩০জনকে সাহায্য করেছেন। উনি একদিন আমাকে ফোন করে সবার খবর জিজ্ঞেস করেন, তখন আমি তাঁদের অবস্থা মুশফিক ভাইকে জানাই। এরপর ৩০জনের একটা তালিকা আমি উনাকে পাঠাই। ইতোমধ্যে সবার কাছে সাহায্য পৌঁছেছে। তবে অর্থের পরিমাণ বলতে নিষেধ করেছেন। সবাই খুবই উপকৃত হয়েছে।'


এর আগে মুশফিক জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে মিলে তহবিল গঠন করছিলেন করোনায় দুর্গতদের সাহায্যার্থে। বগুড়ার চিকিৎসকদের জন্য দিয়েছেন চিকিৎসা সহায়ক সামগ্রী। সেই সঙ্গে নিজের এবং দেশের হয়ে প্রথম করা ডবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলছেন মুশফিক।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball