promotional_ad

সবসময় মনের কথা শুনবিঃ মাশরাফি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি বছরের শুরুতে জিম্বাবুয়ে সিরিজের মধ্য দিয়ে জাতীয় দলের অধিনায়কত্বের এপিটাফ টেনেছিলেন দেশসেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডে অধিনায়ক হিসেবে ম্যাশের উত্তরসূরী হিসেবে দায়িত্বভার বর্তায় দেশসেরা ওপেনার তামিম ইকবালের ওপর।


দায়িত্ব নেবার কিছুদিনের ভেতর করোনার প্রভাবে বন্ধ হয়ে যায় দেশের সকল প্রকার ক্রিকেট ম্যাচ। বাতিল হয়ে যায় বেশ কিছু সিরিজও। ফলে নব্য এই অধিনায়ককে কাপ্তানের দায়িত্ব নিয়ে মাঠে নামতে এখন পর্যন্ত দেখা যায়নি।



promotional_ad

অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন তামিমের সেভাবে করা হয়নি। সেই সঙ্গে তালিম নেয়া হয়নি সাবেক দলপতির কাছ থেকেও। তবে সম্প্রতি সেই কাজটা সেরে ফেললেন তামিম। মাশরাফি বিন মুর্তজার সঙ্গে করা লাইভে অধিনায়কত্ব নিয়ে উপদেশ নিয়ে নিলেন তিনি।


মাশরাফির মতে তামিম অধিনায়ক হিসেবে যথেষ্ট ভালো। তারপরও খেলার সময় কিছু জিনিস মাথায় রাখলে ম্যাশ মনে করেন তামিম তার যোগ্য উত্তরসূরী হয়ে উঠতে পারবেন সহজেই। দেশসেরা এই কাপ্তান নিজের মতো করে চলতে বলেন তামিমকে।


মাশরাফি বলেন, 'দেখ অনেকেই অনেক কথা বলবে যে তামিম এটা করো, তামিম ওটা করো। মাঠের থেকেও বলতে পারে। কিন্তু তুই তোর মনে কথা শুনবি। তোর মন যেটা বলবে তুই সেটাই শুনবি। তোর মনের কথা শুনে তুই যদি সফল নাও হোস, তখন কিন্তু রাতে ঘুমানোর সময় একটুও খারাপ লাগবে না যে তুই মনের কথা না শুনে হারিস নাই। তুই তোর মনের কথা শুনে হেরেছিস। অন্তত তোর ওইটা ভালো লাগবে।'



ম্যাশ আরও বলেন, 'যখন দেখা যাবে তুই মানুষের কথা শুনে হেরেছিস, তখন তুই নিজের ভেতর খুব অস্বস্তিতে থাকবি। আমার মন এটা বলেছিল কেন আমি করি নাই। আমি যতদিন অধিনায়কত্ব করেছি ততদিন এটাই মেনেছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball