promotional_ad

তামিমের ক্যারিয়ারে সবচেয়ে বড় অবদান নাফিসের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট  || 


বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান তামিম ইকবাল। কদিন আগেই বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কত্ব পেয়েছেন। সোমবার (৪ মে) সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে ফেসবুক লাইভে আড্ডা দিয়েছেন তিনি।


এই আড্ডায় উঠে এসেছে দুজনের ক্যারিয়ারের নানা বাঁক। এক পর্যায়ে মাশরাফি জানান তামিমের ক্যারিয়ারের সবচেয়ে বড় অবদান তাঁর বড় ভাই নাফিস ইকবালের। ক্যারিয়ারের শুরুতে মাশরাফি এবং নাফিস লম্বা সময় একই সঙ্গে খেলেছেন বাংলাদেশের হয়ে।



promotional_ad

একসময় দেখছেন একটা ফ্রেঞ্চ বার্গার খেয়ে দিন কাটিয়ে দিচ্ছেন নাফিস। খাবারের টাকা বাঁচিয়ে তামিম ইকবালের জন্য ভালো ব্যাট কিনে দিতেন তিনি। তামিমের জন্য নাফিসের এই ত্যাগগুলো অবিশ্বাস্য লাগে মাশরাফির কাছে।


এ প্রসঙ্গে মাশরাফি বলেন, 'আমি একটা জিনিষ বলি তোর এই পর্যন্ত আসার পেছনে তোর বড় ভাইর অবদান সবচেয়ে বেশি। তোর ভাইর তোদের জন্য যে ত্যাগগুলো করেছে তা অবিশ্বাস্য। তোর ভাই যা করছে তুই জানিস না, আমরা জানি। আমরা তাঁর সাথে চলছি। ওয়ান ফ্রেঞ্চ বার্গার খাইতো রে ভাই, ওয়ান ফ্রেঞ্চ বার্গার।'


পরিবারের প্রতি দায়িত্ব এবং নিজের প্রতি উদাসীনতায় নাফিসের ক্যারিয়ার থেমে গেছে ১১টি টেস্ট এবং ১৬টি ওয়ানডেতে। এই দুই ফরম্যাটে যথাক্রমে ৫১৮ এবং ১০৯ রান করেছেন তিমি। মাশরাফি মনে করেন বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান হওয়ার সুযোগ ছিল নাফিসের।



মাশরাফি বলেন, 'আমি ওরে একদিন বলছিলাম যে তুই যদি শরীরেই না দিস, তুই বাঁচবি কিভাবে আর খেলবি কিভাবে। পরে আমি বুঝি যে ও তো তোর জন্যই সব করতো। তুই যেন একটা ভালো ব্যাট দিয়ে খেলতে পারি। আমি ওকেও বলছি তোকেও বলছি ওর কিন্তু বাংলাদেশের অন্যতম সেরা টেস্ট খেলোয়াড় হওয়ার সুযোগ ছিল। আমি এখনও বলি, হইতে পারেনি, ওর সব তুই পাইছিস। এই আরকি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball