promotional_ad

এবার নিলামে উঠছে গেইল-মাহমুদউল্লাহদের স্বাক্ষরিত ব্যাট

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পুরোবিশ্বের মত থমকে গেছে বাংলাদেশও। এমন অবস্থায় সবচেয়ে ভোগান্তিতে আছেন নিম্ন আয়ের মানুষজন। মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সংস্থা। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন  ক্রিকেটাররাও।


সাহায্যেরর জন্য ক্রিকেটাররা নিলামে তুলছেন নিজেদের প্রিয় ক্রিকেটীয় স্বারক। তামিম ইকবাল-মাশরাফি বিন মর্তুজারাও নানা কার্যক্রম বেশ নজর কেড়েছেন। গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও পিছিয়ে নেই এই দৌড়ে। এগিয়ে এসেছে আখতার গ্রুপের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি।



promotional_ad

স্বাস্থ্য সেবা সরবরাহে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। সঙ্গে যুক্ত হয়েছে সামাজিক প্রতিষ্ঠান স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন (এসবিএফ)। গেল বিপিএলে চট্টগ্রামের হয়ে খেলা ক্রিকেটারের অটোগ্রাফ সম্বলিত একটি ব্যাট নিলামে তোলা হচ্ছে। যেখানে  ক্রিস গেইল, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েসের মত তারকা ক্রিকেটারদের অটোগ্রাফ।


ই-কমার্স প্রতিষ্ঠান চলোসবাইডটকমে নিলামে উঠবে ব্যাটটি। নিলাম থেকে পাওয়া পুরো অর্থ চলে যাবে স্পৃহা বাংলাদেশের কাছে। স্বাস্থসেবা খাতে ব্যয় করা হবে পুরো অর্থ। আজ থেকে শুরু হওয়া নিলাম চলবে এক সপ্তাহ পর্যন্ত থেকে ১০ দিন পর্যন্ত।


চট্টগ্রাম চ্যালেঞ্জার্স চিফ অপারেটিং অফিসার (সিওও) সৈয়দ ইয়াসির আলম ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আমরা শুরু থেকেই সচেতন। যে কারণে এ মহামারী সচেতনতা কার্যক্রম চালিয়েছি। আমাদের ক্রিকেটাররা নিয়মিত জনসাধারণকে সচেতন করতে বার্তা বাস্ত। এরপরও ভিন্নভাবে কিছু করার চেষ্টা ছিল আমাদের। এসবের মাঝে স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন  যোগাযোগ করে আমাদের সাথে।' 



'আমাদেরকেও তাদের কার্যক্রমে রাখতে চায়। স্বাস্থ সেবা সরবরাহের কাজ করছে তারা। সেক্ষেত্রে আমরা আমাদের যে অফিসিয়াল টিম ব্যাট আছে ক্রিকেটারদের অটোগ্রাফসহ ওটা দিয়ে দিচ্ছি নিলামের জন্য। নিলাম থেকে অর্জিত পুরো অর্থ স্পৃহা বাংলাদেশই পাবে। টাকাটা তারাই তাদের মত করে জনসাধারণের সাহায্যে ব্যয় করবে।’ আরও যোগ করেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball