তামিমের চোখে কঠিন তিন বোলার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০০৭ সালে বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছিলেন তামিম ইকবাল। এরপর কেটে গেছে ১৩টি বছর। ব্যাট হাতে মাঠে নেমেছেন প্রায় ৪০০ বার। খেলেছেন ৩৪৫টি ম্যাচ। লম্বা সময়ের এই ক্যারিয়ারে মুখোমুখি হয়েছেন অগণিত বোলারের। কিন্তু মারকুটে এই টপ অর্ডারকে ভীতি ধরিয়ে দিতে পেরেছে মাত্র ৩ জনই।
তামিমের ফেস করা কঠিন বোলার তালিকায় দু’জন স্পিনার এবং একজন পেসার। পেসার হিসেবে তার কাছে সবচেয়ে কঠিন মনে হয়েছে দক্ষিণ আফ্রিকার মরনে মরকেলকে। এছাড়া স্পিনে ভারতের ক্যারম বল স্পিনার রবিচন্দন অশ্বিন। আর পাকিস্তানের দুসরা বোলার সাইদ আজমল আছেন তামিমের এ তালিকায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের লাইভে এসে দর্শকদের এমনটাই জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলপতি।
তামিম বলেন, 'প্রথমে আমি সাইদ আজমলের কথা বলবো। যখন সে তার সেরা সময়ে ছিল, আমি তার বল বুঝতে পারতাম না। তাকে খেলতে আমার বেশ সমস্যায় পড়তে হয়েছে। দক্ষিণ আফ্রিকার মরনে মরকেলকেও আমার কঠিন লেগেছে। এছাড়া বর্তমান ক্রিকেটারদের মধ্যে আছেন রবিচন্দন অশ্বিন।'
দেশসেরা এই ব্যাটসম্যান দেশের হয়ে সর্বাধিক রান, সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরির মালিক। ১৩ বছরের বর্ণীল ক্যরিয়ারে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত ঝুলিতে পুরেছেন ২৩টি শতক এবং ৮১টি অর্ধশতক। সেই সঙ্গে মোট সংগ্রহ করেছেন ১৩ হাজার ৩৬৫ রান।