promotional_ad

তামিমের চোখে কঠিন তিন বোলার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০০৭ সালে বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছিলেন তামিম ইকবাল। এরপর কেটে গেছে ১৩টি বছর। ব্যাট হাতে মাঠে নেমেছেন প্রায় ৪০০ বার। খেলেছেন ৩৪৫টি ম্যাচ। লম্বা সময়ের এই ক্যারিয়ারে মুখোমুখি হয়েছেন অগণিত বোলারের। কিন্তু মারকুটে এই টপ অর্ডারকে ভীতি ধরিয়ে দিতে পেরেছে মাত্র ৩ জনই।


তামিমের ফেস করা কঠিন বোলার তালিকায় দু’জন স্পিনার এবং একজন পেসার। পেসার হিসেবে তার কাছে সবচেয়ে কঠিন মনে হয়েছে দক্ষিণ আফ্রিকার মরনে মরকেলকে। এছাড়া স্পিনে ভারতের ক্যারম বল স্পিনার রবিচন্দন অশ্বিন। আর পাকিস্তানের দুসরা বোলার সাইদ আজমল আছেন তামিমের এ তালিকায়।



promotional_ad

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের লাইভে এসে দর্শকদের এমনটাই জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলপতি।


তামিম বলেন, 'প্রথমে আমি সাইদ আজমলের কথা বলবো। যখন সে তার সেরা সময়ে ছিল, আমি তার বল বুঝতে পারতাম না। তাকে খেলতে আমার বেশ সমস্যায় পড়তে হয়েছে। দক্ষিণ আফ্রিকার মরনে মরকেলকেও আমার কঠিন লেগেছে। এছাড়া বর্তমান ক্রিকেটারদের মধ্যে আছেন রবিচন্দন অশ্বিন।'


দেশসেরা এই ব্যাটসম্যান দেশের হয়ে সর্বাধিক রান, সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরির মালিক। ১৩ বছরের বর্ণীল ক্যরিয়ারে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত ঝুলিতে পুরেছেন ২৩টি শতক এবং ৮১টি অর্ধশতক। সেই সঙ্গে মোট সংগ্রহ করেছেন ১৩ হাজার ৩৬৫ রান।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball