promotional_ad

ক্যারিয়ারের প্রিয় ইনিংসের কথা জানালেন তামিম

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তামিম ইকবাল। লাল সবুজ দলের হয়ে সর্বাধিক রান, সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরির মালিক। ১৩ বছরের বর্ণীল ক্যরিয়ারে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত ঝুলিতে পুরেছেন ২৩টি শতক এবং ৮১টি অর্ধশতক।


লম্বা সময়ের এই ক্যারিয়ারে তামিমের খেলা প্রিয় ইনিংস কোনটি? উত্তরটি দিতে কিছুটা বেগ পেতে হবে ক্রিকেট প্রেমীদের। কেননা ২০০৭ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার পর থেকে এখন পর্যন্ত ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে তামিম খেলেছেন ৩৯৮ ইনিংস। স্বাভাবিকভাবেই আপামর জনগণের জন্য এর ভেতর সেরাটি বের করে আনা দুষ্কর।



promotional_ad

তবে ক্রিকেটমোদীদের কষ্ট কমিয়ে দিয়েছেন তামিম নিজেই। রবিবার (৩ মে) মাহমুদউল্লাহর সঙ্গে লাইভে এসে ক্যারিয়ারের প্রিয় ইনিংসের কথা জানালেন তামিম।


তামিম বলেন, ‘আমি সবচেয়ে বেশি যে ইনিংসটা উপভোগ করেছি, একটা আছে না যে মনের মতো; আমি ইংল্যান্ডের বিপক্ষে ১২৫ রান করেছিলাম মিরপুরে, ওয়ানডেতে। ঐ ইনিংসটা আমার সবচেয়ে প্রিয় একটা ইনিংস। কারণ সেদিন আমি যা করতে চাইছি সবই হইছে, যেমন শট খেলতে চেয়েছি, সব হয়েছে। ম্যাচটা আমরা হেরেছিলাম। তবে সেই ইনিংসটা আমার খুব প্রিয়।’


ম্যাচটি ছিল ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। তামিমের সেঞ্চুরির পরেও বাংলাদেশ দল আগে ব্যাট করে অলআউট হয় মাত্র ২২৯ রানে। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন ৮ নম্বরে নামা নাঈম ইসলাম।



ইনিংসের ৪৩তম ওভারে দলের নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ১২০ বলে ১৩ চার ও ৩ ছক্কার মারে ১২৫ রান করেছিলেন তামিম। কিন্তু দলীয় সংগ্রহ বড় না হওয়ায় ম্যাচ হারতে হয় ৬ উইকেটের ব্যবধানে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball