রশিদ খানের উপর ক্ষিপ্ত ছিল রিয়াদের ছেলে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ম্যাচ চলাকালীন ব্যাটসম্যান এবং বোলারকে দেখা যায় একে অপরের ওপর ক্ষিপ্ত হয়ে উঠতে। কিন্তু অনেকসময় তা মাঠ ছাড়িয়ে চলে যায় মাঠের বাহিরে, গ্যালারীতেও। এমনই এক ঘটনা ঘটেছিল এশিয়া কাপে বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচের সময়। কি ঘটেছিল সেদিন? চলুন দেখে আসি।
মহামারী করোনার প্রভাবে থমকে গেছে দেশের ক্রিকেটাঙ্গন। অন্য সবার মতোই গৃহবন্দী দিন কাটাচ্ছেন দেশের ক্রিকেটাররা। অবসাদ কাটাতে তাই ক্রিকেটাররা আসছেন লাইভে। আড্ডা মারছেন লকডাউনের আগে বিভিন্ন সময়ের জানা অজানা বিষয় নিয়ে।

এমনই এক লাইভে রবিবার (৩ মে) আড্ডায় মেতে উঠেছিলেন জাতীয় দলের ওয়ানডে দলপতি তামিম ইকবাল এবং টি-টোয়েন্টি দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। রোমন্থন করছিলেন অতীতের কিছু স্মৃতির।
দলের অন্যতম ভরসাবান মিডলঅর্ডার ব্যাটসম্যান রিয়াদ দুই সন্তানের জনক। বড় ছেলে রাঈদ পুরো বাবার মতোই ক্রিকেট পাগল। এতোটাই পাগল যে বাবা আউট হলে বোলারের উপর ক্ষিপ্ত হয়ে যেত ছেলে। যেমনটি ঘটেছিল এশিয়া কাপের গেল আসরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের সময়।
ছেলে রাঈদ ক্ষেপেছিলেন বোলার রশিদ খানের উপর। কেননা বাবাকে আউট করার বিষয়টি মেনে নিতে পারেনি শিশু রাঈদ। প্রচণ্ড খেপে গিয়ে হুমকিও দিয়ে বসেছিল সে।
মাহমুদউল্লাহ বলেন, 'একবার ও (রাঈদ) বলেছিল রশিদ খান আমি তোমাকে দেখে নেব। এশিয়া কাপে আমাকে আউট করার পরে বলেছিলো। ওকে অনেক বুঝালাম, যে বাবা এটা খেলারই অংশ। না সে বুঝবেই না। প্রচণ্ড ক্ষিপ্ত ছিলো রশিদ খান???র ওপর।'
যদিও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার রাগটাও কমে গেছে বলে নিশ্চিত করেছেন রিয়াদ।