সাকিব যখন মাঠ ছাড়তে বললো, ভাবলাম কি বলে ও: মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৮ সালের মার্চে কলম্বোয় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে দুইবার হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে দুটো ম্যাচই ছিল রোমাঞ্চ আর উত্তেজনায় ভরা। রোমাঞ্চকর শেষ ম্যাচটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেই ম্যাচের নায়ক ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
সম্প্রতি তামিম ইকবালের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে আড্ডা দিয়েছেন মাহমুদউল্লাহ। সেখানে নিদাহাস ট্রফির স্মৃতি নিয়ে কথা বলেছেন দুজন। সেই ম্যাচে শ্রীলঙ্কার দেয়া ১৬০ রানের লক্ষ্য খেলতে নেমে ঘটনাবহুল এক লম্বা পথ পাড়ি দিয়েছিল বাংলাদেশ।

পেন্ডুলামের মতো ঝুলতে থাকা ম্যাচ থমকে দাঁড়িয়েছিল আম্পায়ারের বিতর্কিত এক সিদ্ধান্তে। এক পর্যায়ে আম্পায়ারের সিদ্ধান্তে প্রতিবাদ জানাতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান রেগেমেগে অপরাজিত দুই ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও রুবেল হোসেনকে মাঠ ছেড়ে চলে আসতে বলেছিলেন।
সাকিবের এই ডাকে বেশ অবাক হয়েছিলেন মাহমুদউল্লাহ। তিনি মনে মনে বলেছিলেন, 'কি বলছে ও।' অনেক ঘটনার পর ম্যাচ আবারো শুরু হয়েছিল। সেই সময় ২ বলে বাংলাদেশের দরকার ছিল ৬ রান। শ্বাসরুদ্ধকর মুহূর্তে ছক্কা মেরে মাহমুদউল্লাহ বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন।
এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, 'ওই টুর্নামেন্টে আমরা সব ম্যাচে ভালো খেলেছি। প্রথম ম্যাচে দুইশোর বেশি রান তাড়া করে প্রথমবার আ??রা জিতলাম। তুইও (তামিম) রান করলি। সবাই অবদান রেখেছিল। নিদাহাসের ওই ম্যাচে সাকিব তো ডাকছে। বলে রিয়াদ ভাই চলে আসেন। আমি বলি কি বলছে ও। আমি তখন বুঝতেছিনা কি করবো। আমি গ্লাভস ব্যাট রেখে কিছুদূর চলে এসেছিলাম সামনে। পরে সব ঠিক হলো। আলহামদুলিল্লাহ ম্যাচটা আমরা জিতেছিলাম।'
নিদাহাস ট্রফির আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হেরেছিল বাংলাদেশ। তাই সেই ক্ষত শুকাতে তাদের বিপক্ষে একটি বড় জয়ের দরকার ছিল। সেই সঙ্গে প্রয়োজন ছিল দলীয় পারফরম্যান্স। মাহমুদউল্লাহ জানিয়েছেন, একটি মিটিংই বদলে দিয়েছিল তাদের চিন্তাধারা।
তিনি বলেন, 'আমার রুমে একটা একটা আলোচনা করেছিলাম। আমার মনে হয় এটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। এর আগে হোম সিরিজে আমরা শ্রীলঙ্কার সাথে হারলাম। ট্রাইনেশনের ফাইনালটা হারলাম। সবার ভেতরে সেই রাগটা ছিল। মিটিংয়ে কম বেশি সবাই কথা বলেছে। ভেতরের কথাগুলো আমরা জানতে পেরেছি এবং একটা টিম ওয়ার্ক জেগে উঠিছিলো।'