promotional_ad

রিয়াদ ভাইয়ের আইপিএল খেলা উচিৎ: তামিম

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) না খেলতে পারাটা মাহমুদউল্লাহ রিয়াদের জন্য দুর্ভাগ্যজনক বলে মনে করছেন তামিম ইকবাল। ওয়ানডে ক্রিকেটের অধিনায়কের মতে, গত কয়েক বছর টি-টোয়েন্টিতে দারুণ ফর্মে আছেন মাহমুদউল্লাহ।


এই সময়ে বিপিএলের পাশাপাশি সিপিএল, পিএসএলের মতো আসরেও খেলেছেন তিনি। স্বভাবতই মাহমুদউল্লাহর মতো অলরাউন্ডারের সার্ভিস পেতে পারতো আইপিএলের কোনও দল, এমনটা বিশ্বাস তামিমের।


সম্প্রতি মাহমুদউল্লাহর সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে এসে তামিম বলেন, "সত্যি কথা বলতে আপনি আইপিএলে খেলাটা প্রত্যাশা করেন। আমি আপনাকে আগেও বলেছি রিয়াদ ভাই। এটা আমি অনুভব করি। 



promotional_ad

বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ কয়েক বছর আপনি যেভাবে ব্যাটিং করছেন সেটা দারুণ। আমার কাছে মনে হয়, সেখানে খেলতে না পারাটা আপনার জন্য দুর্ভাগ্যের বিষয়।"


বাংলাদেশিদের মধ্যে আইপিএল খেলেছেন পাঁচ ক্রিকেটার। এদের মধ্যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুটি শিরোপা জেতা সাকিব আল হাসানই সবচেয়ে সফল। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একটি শিরোপা জিতেছেন মুস্তাফিজুর রহমান।


বাকিদের মধ্যে আব্দুর রাজ্জাক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে, মোহাম্মদ আশরাফুল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ও মাশরাফি বিন মুর্তজা কলকাতার হয়ে একটি করে ম্যাচ খেলেছেন।


পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার স্কোয়াডে থেকেও ম্যাচ খেলতে পারেননি তামিম। মাহমুদউল্লাহ বেশ কয়েকটি আসরে নিবন্ধন করালেও আইপিএল নিলামে ডাক পড়েনি তাঁর।



তামিমের কথার পর মাহমুদউল্লাহ বলেন, "আইপিএলের প্রতি সবাই লক্ষ্য রাখে। সবাই সেখানে খেলতে চায়, কেননা টুর্নামেন্টটাই ওরকম। এতো চাকচিক্য, এতো ভালো একটা আসর। আমার মনে হয় এটা বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি আসর।


যদি খেলতে পারতাম অবশ্যই ভালো লাগতো। কারণ সবাই চায় ভালো জায়গায় পারফর্ম করতে। ওরকম সুযোগ আসলে ভালো লাগবে। ওটা নিয়ে মন খারাপ করে তো লাভ নেই। চেষ্টা করতে থাকি।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball