উমেশ যাদবকে দেখলেই মারতে ইচ্ছা করে তামিমের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মাঠের খেলা বন্ধ। লকডাউনের কারণে গৃহবন্দী জীবন পার করছেন ক্রিকেটাররা। এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটাররা মজেছেন লাইভ সেশনে। নবনিযুক্ত ওয়ানডে দলপতি ইন্সটাগ্রাম লাইভে শনিবার আড্ডা দিয়েছেন মুশফিকুর রহিমের সঙ্গে। রবিবার তামিমের অতিথি ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
লাইভে নিজের ক্রিকেট ক্যারিয়ারের বিভিন্ন ঘটনা, করোনা পরিস্থিতি ছাড়াও বিভিন্ন বিষয়ে কথা বলেন এই দুই সিনিয়র ক্রিকেটার। লাইভে দুজন দুজনের নানা প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি পেছনে ঘটে যাওয়া অনেক ঘটনা নিয়ে স্মৃতিচারণ করেন।

এখানেই ওয়ানডে দলপতিকে মাহমুদউল্লাহ প্রশ্ন করেন, ক্যারিয়ারে কোন বোলারকে দেখে শুধু মারতে ইচ্ছা করে। এর উত্তরে তামিম বলেন, "উমেশ যাদব, ওরে দেখলেই আমার মারতে ইচ্ছা করে"।
অভিষেকের পর একযুগের বেশি সময়ের ক্যারিয়ারে এখনো পর্যন্ত ৩৯৮ বার দেশের হয়ে ব্যাট করতে নেমেছেন তামিম। ১৩ হাজারের বেশি রান করা বাঁহাতি এই ব্যাটসম্যানকে সামলাতে হয়েছে বিশ্বের বাঘা বাঘা বোলারকে। কয়েকদিন আগেই লাইভ চলাকালীন সবচেয়ে কঠিন তিন বোলারের নাম জানিয়েছিলেন এই ওপেনার।
জনপ্রিয় ইংরেজি দৈনিক ‘দ্যা ডেইলি স্টারের’ ফেসবুক পেইজ থেকে আসা লাইভে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক যে তিনজনের নাম বলেছেন তাদের দুজনই অফ স্পিনার, একজন পেসার। তামিম বলেন, ‘সাইদ আজমলের কথা বলবো। সে ভয়ঙ্কর একজন বোলার। আমার কোনো ধারণা থাকতো না সে কোন সময় কি বল করতো। এরপরে মরনে মরকেলের কথা বলতে হবে।’
‘সে অনেক কঠিন বোলার ছিল। কারণ সে বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে আসলেই দারুণ বোলিং করতো। বিশেষ করে টেস্ট ম্যাচে সে অনেক কঠিন ছিল বাঁহাতিদের বিপক্ষে। রবিচন্দ্রন অশ্বিন আরেকজন। সে এখনও খেলছে। আমি তাঁর বিপক্ষে খেলতে কখনো কখনো গলদঘর্ম হতাম। এই বোলারের বিপক্ষে খেলা আমার কাছে মনে হয়েছে কঠিন।’ আরও যোগ করেছিলেন ওয়ানডে অধিনায়ক।