করোনা যেন বিপজ্জনক উইকেটে টেস্ট খেলার মতো: গাঙ্গুলি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সব কিছু ঠিক থাকলে ঠিক এই সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জাঁকজমকে জমে যাওয়ার কথা ছিল ক্রিকেট ভক্তদের। ব্যস্ততায় সময় কাটানোর কথা ছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলিরও।
যদিও করোনাভাইরাসের ব্যপক বিস্তারের ফলে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত। তাই গাঙ্গুলির সময়ও কাটছে নির্ভার। তার চাওয়া দ্রুতই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরুক পৃথিবী। নিজের ক্রিকেটীয় অভিজ্ঞতা থেকেই তিনি বলেছেন, করোনার বিরুদ্ধে লড়াইটা যেন খুব বিপজ্জনক উইকেটে টেস্ট খেলার মতোই।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পরিস্থিতি অনেকটা বিপজ্জনক উইকেটে টেস্ট ম্যাচে ব্যাটিং করার মতোই। ভুলের সুযোগ নেই বললেই চলে। সিমিং কন্ডিশন। উইকেটে বল পড়ে সুইংও করছে, প্রচণ্ড স্পিনও ধরছে।’
এই সময় ভুলের সংখ্যা কম রেখে সামনে এগোতে পারলেই এর থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি, ‘বিপজ্জনক বা কঠিন উইকেটে যেমন ব্যাটসম্যানের ভুল করার কোনো অবকাশ নেই, ঠিক তেমনি করোনার এই সময়টাতেও ভুল করা যাবে না। ব্যাপারটা অনেকটা এ রকম কঠিন পরিস্থিতিতেও ভুল না করে উইকেট হাতে রাখতে হবে এবং টেস্টটা জিততে হবে।’
সাড়া জীবন ব্যস্ততায় কাটানোর পর ঘরে বসে থেকে এখন খুব অসহায় বোধ করছেন বিসিসিআই সভাপতি। তিনি বলেন, ‘আমার মনটা খুবই খারাপ। চারদিকের পরিস্থিতিতে। মানুষ খুব ভুগছে। আমরা এখনো এই মহামারি কীভাবে বন্ধ করা যাবে, সেটার উপায় খুঁজে যাচ্ছি।’
গাঙ্গুলির বিশ্বাস খুব শিগগিরই পৃথিবী এ অবস্থা থেকে বেরিয়ে আসবে এবং সবাই স্বাভাবিক জীবনে ফিরে যাবে।