দুই সপ্তাহের মধ্যে নির্ধারিত হচ্ছে শ্রীলঙ্কা সফরের ভাগ্য

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছরের জুলাইতে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশের। যদিও করোনা পরিস্থিতিতে অন্য সবকিছুর মতো এই সিরিজ নিয়েও আছে শঙ্কা। লঙ্কান বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামি দুই সপ্তাহের মধ্যেই এই সিরিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা মিডিয়াকে বলেছেন, ‘আমরা এই ব্যাপারে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করছি। আমাদের আরও দুটি সিরিজ আছে।

ভারত ও বাংলাদেশের বিপক্ষে জুন-জুলাই এবং জুলাই-আগস্টে খেলা ছিল। এই দুটি সফর নিয়ে আমরা এই সপ্তাহে বা আগামি সপ্তাহে সিদ্ধান্ত জানাব।’
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল শ্রীলঙ্কার। করোনার প্রকোপে সেই সিরিজটিও স্থগিত হয়েছে। সামনের বছরের জানুয়ারিতে হবে এই সিরিজটি।
ডি সিলভা আরও বলেন, ‘আমরা আমাদের বাতিল হওয়া সিরিজগুলো পুনরায় সূচিতে আনার চেষ্টা করছি। ইংল্যান্ড সিরিজ সামনের বছরের জানুয়ারিতে দেয়া হয়েছে।
তবে তারিখ এখনও ঠিক হয়নি। যেসব সময়ে আমাদের খেলা নেই, বাতিল হওয়া সিরিজগুলোকে তখন শিডিউল দেয়ার চেষ্টা করছি।
শ্রীলঙ্কার বিপক্ষে সূচিতে থাকা এই তিনটি ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কলম্বো, গল ও ক্যান্ডিতে।