promotional_ad

কলকাতার হয়েই ক্যারিয়ারের ইতি টানতে চান রাসেল

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে ক্যারিয়ার শেষ করতে চান আন্দ্রে রাসেল। একই ক্লাবের হয়ে লম্বা সময় ধরে খেলে যাওয়ার মজা টের পেয়েছেন তিনি।


সাধারণত ফুটবল ক্লাবগুলোতে এই দৃষ্টান্ত দেখা যায়। লম্বা সময় ধরে একই ক্লাবের হয়ে খেলে অবসরে যান ফুটবলাররা। ক্রিকেটেও এর আবির্ভাব ঘটেছে গত এক যুগে।



promotional_ad

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বেশ কয়েকটি আসর খেলে ক্যারিয়ার শেষ করেন শচিন টেন্ডুলকার। চেন্নাই সুপার কিংস আইপিএলে যতগুলো আসর খেলেছে সবগুলোতেই নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।


একইসাথে বিরাট কোহলিও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ঘরের ছেলেতে পরিণত হয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স লম্বা সময় ধরে দলের সঙ্গে যুক্ত রেখেছে রোহিত শর্মাকে। শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গাও দলটির সঙ্গে শুরু থেকেই আছেন।


ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রাসেলও হতে চান এমন কেউই! কলকাতার হয়ে আগে শিরোপা জিততে চান তিনি। এরপর বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে এই দলে থেকেই ক্রিকেটকেই বিদায় বলতে চান তিনি।



রাসেল বলেন, ‘ইংলিশ প্রিমিয়ার লিগের মতো বড় ফুটবল লিগ বা বাস্কেটবল লিগে দেখা যায়- খেলোয়াড়রা আগেই ঘোষণা দেয় যে, এটাই আমার শেষ ম্যাচ এবং তারা দর্শকদের উদ্দেশ্যে বিদায় জানিয়ে দেন। আমিও চিন্তা করি, ক্যারিয়ারের শেষদিন পর্যন্ত আমি কলকাতায়ই থাকব এবং তখন এমন কিছুই হবে।


আমি হয়তো শাহরুখসহ দলের সবাইকে বলব, এটাই কলকাতার হয়ে আমার শেষ ম্যাচ। এটা সত্যিই আবেগঘন মুহূর্ত হবে আমার জন্য। প্রায়ই দেখি খেলোয়াড়রা শেষ ম্যাচে কান্না করে ফেলে। তখন ভাবি, আমি যদি কান্না করি তাহলে ব্যাপারটা কেমন হবে! এছাড়া ট্রফিটাও জেতা দরকার আমার।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball