মুশফিকের ঐতিহাসিক ব্যাটের জন্য বিড করবেন তামিম!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৩ সালের শ্রীলঙ্কা সফরে গল টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুশফিকুর রহিম। যে ব্যাটে সেদিন ইতিহাস লিখেছিলেন এবার সেই ব্যাটটি নিলামে তুলছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
শনিবার (২ মার্চ) মুশফিকের সঙ্গে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন। সেখানে তামিম জানিয়েছেন, মুশফিকের ব্যাটের নিলামে তিনি বিড করবেন।

কথোপকথনের এক পর্যায়ে মুশফিক বলেন, 'দোস্ত আমি চাই ব্যাটটা তুই কিনে নেয়।' এরপর তামিম বলেন, 'আমি এটা বলতে চাইনি, আমি বিড করব। দেখা যাক।'
করোনায় দুর্ভোগে পড়া অসহায় মানুষদের সাহায্যের জন্য সেই স্মরণীয় ব্যাটটি নিলামে তুলতে যাচ্ছেন মুশফিক। ব্যাট বিক্রির অর্থ দিয়ে দুস্থ-অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চান এই অভিজ্ঞ ক্রিকেটার। মুশফিক জানিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যেই ব্যাট নিলামের বিস্তারিত জানাবেন তিনি।
মুশফিক বলেন, 'অন্য কোনো প্লেয়ারের ব্যাট বা অন্য কোনো লিজেন্ডের ব্যাট হলে বেশি দামে বিক্রি হতো। যেটাই হোক অনেক বেশি দামে হয়তো বিক্রি হবে। আমি অনুরোধ করবো এটা আমার ব্যাট চিন্তা করে কেনার দরকার নেই। যে কিনবে তাঁর পুরো টাকাটা একটা মহৎ কাজে ব্যয় করা হবে। যেই কিনুক সে যেন অনেক বেশি দিয়ে ব্যাটটা কিনে। তাহলে আমি আরও বেশি সাহায্য করতে পারবো।'
স্মরণীয় এই ব্যাটের কথা বলতে গিয়ে মুশফিক বলেন, 'এটা অবশ্যই আমার কাছে বিশেষ ব্যাট। এটা যেহেতু প্রথমবার ডিজিটালি অকশনের ইচ্ছে আছে। একটা ইকমার্স সাইট আছে যেটা ডেভলপ করছে। এই সপ্তাহের মধ্যে বিস্তারিত জানতে পারবেন। আশা করছি সবাই এই মহৎ কাজে সাহায্য করবে।'