ক্রিকেট মাঠে ফিরুক ডিপিএল দিয়ে, চাওয়া তামিম-মুশফিকের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট||
করোনাভাইরাসের কারণে মাত্র এক রাউন্ড পরই স্থগিত হয়ে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ। বাতিল হয়েছে জাতীয় দলের বেশ কয়েকটি সিরিজও। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে খেলা ফেরার সম্ভাবনা নেই। তবে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং উইকেটরক্ষক মুশফিকুর রহিমের চাওয়া, পরিস্থিতি স্বাভাবিক হলে ডিপিএল দিয়েই যেন ক্রিকেট শুরু হয় বাংলাদেশে।
ডিপিএল দেশের অনেক ক্রিকেটারের রুটি-রুজি। খেলা বন্ধ হয়ে যাওয়ার বিপদে পড়তে হয়েছে তাদের। যে কারণে বাংলাদেশের এই দুই সিনিয়র ক্রিকেটারের চাওয়া, ঘরোয়া লিগ দিয়ে জীবন চালানো ক্রিকেটারদের দিকে তাকিয়ে হলেও ডিপিএল দিয়ে ক্রিকেট শুরু করার।
প্রিমিয়ার লিগকে বাংলাদেশের সেরা লিগ বলে আখ্যায়িত করেছেন মুশফিক। আরও জানিয়েছেন, প্রিমিয়ার লিগ দিয়ে খেলা মাঠে ফিরলে জাতীয় দলের ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটের জন্যও নিজেদের প্রস্তুত করতে পারবেন।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে তামিমের সঙ্গে লাইভে এসে মুশফিক বলেন, 'যেহেতু আমরা লকডাউনের মধ্যে আছি, আর আমাদের ডিপিএলের মাত্র একটা ম্যাচ হয়েছে। সবাই জানে প্রিমিয়ার লিগটা আমাদের খেলোয়াড়দের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় ডিপিএল দিয়ে যদি আমাদের ম্যাচগুলা শুরু হয় বা টুর্নামেন্ট শুরু হয় তাহলে খেলোয়াড়দের জন্য বড় লাভ হবে।'
'কারণ অনেক ক্রিকেটার আছেন যাদের ডিপিএল দিয়ে সংসার চলে। এই মুহূর্তে তাঁদের অবস্থা আরও অনেক করুন। আমার মনে হয় ডিপিএল শুরু হওয়ার সবার আগে জরুরী। এটা আমাদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ভালো একটা প্রস্তুতি হবে। যদিও ডিপিএল বাংলাদেশের সেরা লিগ।' আরও যোগ করেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
বাংলাদেশ দলের ওয়ানডে দলপতি তামিম ইকবালেরও একই চাওয়া। বাঁহাতি এই ওপেনার বিশ্বাস করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) একই কথা ভাবছে এই মুহূর্তে। কারণ বিসিবি অন্য কোনো কিছুর আয়োজনের ঘোষণা দেয়নি।
তামিম বলেন, 'আমি এটা আগেও বলছি যে, এই পরিস্থিতিতে বের হয়ে সবাই সবার দেশে ঘরোয়া লিগই খেলব। ঘরোয়া লিগ খেললে এর প্রথম টুর্নামেন্ট হওয়া উচিত ডিপিএল। কারণ আজকে যেসব খেলোয়াড়রা মোটামোটি ভাবে চলছে।'
'ডিপিএল যদি না হয় তাদের অবস্থা করুণ হয়ে যাবে। ডিপিএল দিয়েই শুরু করা উচিত। আমি নিশ্চিত বিসিবিও এটা দেখবে এবং বিবেচনা করবে। বিসিবি এখনও বলেনি যে ওরা অন্য কোনো কিছু করবে।' আরও যোগ করেন ওয়ানডে অধিনায়ক।