টেস্ট র্যাঙ্কিংয়ে অবনতিতে হতাশ নান্নু

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৮ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় আফগানিস্তানের। এরপর থেকেই বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠেছে দলটি। গত বছর বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টেও জয় পেয়েছিল তারা। এবার টেস্ট র্যাঙ্কিংয়েও বাংলাদেশকে পেছনে ফেলে দিয়েছে আফগানিস্তান।
আইসিসির ঘোষিত সবশেষ র্যাঙ্কিংয়ে আফগানদের রেটিং ৫৭ এবং বাংলাদেশের ৫৫। কার্যত তারা উঠে গেছে নবম স্থানে। যদিও মাত্র তিনটি টেস্ট খেলায় তাদের র্যাঙ্কিংয়ে জায়গা দেয়া হয়নি।

র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের পেছনে পড়ে যাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। দেশের বাইরে টেস্টে বাংলাদেশের বাজে পারফরম্যান্সকে এর কারণ হিসেবে দাঁড় করিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে নান্নু বলেন, 'আমরা সবসময় টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি করতে চাই। আমরা দেশের বাইরে কখনই ভালো করতে পারি না এটাই কারণ। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে দেশের মাটিতে হারা খুবই বাজে পারফরম্যান্স। তাই র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের পেছনে পড়ে যাওয়া অবশ্যই হতাশার।'
টেস্টে উন্নতির সুযোগও দেখছেন তিনি। নান্নু বলেন, 'আমাদের কিন্তু উন্নতির সুযোগ রয়েছে। এই বছর কিছু টেস্ট খেলার সুযোগ ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সেটা সম্ভব হচ্ছে না। আমরা ধারাবাহিক ভাবে ব্যাট হারছি (টেস্টে) কিন্তু মাঝে মাঝে ম্যাচ জিতছি। আমরা মোমেন্টামটা ধরে রাখতে পারছি না।