promotional_ad

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি বড় সাফল্যঃ নান্নু

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তানকে টপকে ৮ নম্বরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই উন্নতি বাংলাদেশকে আরও আত্মবিশ্বাসী করবে বলে আশাবাদী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। 


শনিবার (২ মে) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু জানিয়েছেন, র‍্যাঙ্কিংয়ে উন্নতির পর বিশ্বকাপেও নিজেদের মেলে ধরতে মুখিয়ে থাক??ে বাংলাদেশ দল। আফগানিস্তানকে পেছনে ফেলাকে বড় সাফল্য হিসেবে মানছেন তিনি।


এ প্রসঙ্গে নান্নু বলেন, 'আফগানিস্তানকে পেছনে ফেলে র‍্যাঙ্কিংয়ে উন্নতি আমাদের বড় সাফল্য। তাদের অনেক টি-টোয়েন্টির খেলোয়াড় আছে যারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে থাকে নিয়মিত। তারা টি-টোয়েন্টিতে আমাদের চেয়ে বেশি অভিজ্ঞ।'



promotional_ad

নান্নু আরও বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে র‍্যাঙ্কিংয়ে উন্নতি আমাদের বড় অনুপ্রেরণা দেবে। যা আমাদের আরও ভালো পারফরম্যান্স করতে উৎসাহিত করবে।'


এর আগে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল নবম স্থানে। রেটিং পয়েন্ট ছিল ২২৭। সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে আরও দুই রেটিং পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। টাইগারদের মোট পয়েন্ট এখন ২২৯।


নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্টও ২২৯। দশম স্থানে থাকা আফগানিস্তানের রেটিং পয়েন্ট পাঁচ কমে দাঁড়িয়েছে ২২৮-এ।


২৭ মাস পর টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ছেড়েছে পাকিস্তান। দশ রেটিং পয়েন্ট কমে যাওয়া দলটির পয়েন্ট এখন ২৬০, অবস্থান চার নম্বরে।



অপরদিকে ২৭৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া। দুইয়ে আছে ইংল্যান্ড (২৬৮) ও তিন নম্বরে ভারত (২৬৬)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball