করোনায় সাহায্যার্থে এগিয়ে এলো ফুটি হ্যাগস ও ডব্লিউইসিসিএ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের প্রকোপে মানবেতর জীবনযাপন করছেন দেশের দরিদ্র শ্রেণীর মানুষজন। দেশে চলমান লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া গরীব ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে বেশ কিছু ক্রীড়া সংগঠন।
এমনই একটি ক্রীড়া সংগঠন উইকেন্ড ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন (ডব্লিউইসিসিএ)। সম্প্রতি ফুটি হ্যাগস নামক আরেকটি ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে তারা। যৌথভাবে ৩ লক্ষ ৭ হাজার টাকা তহবিল গঠন করেছে এই দুই প্রতিষ্ঠান।

এই তহবিল দিয়ে রাজধানীর কল্যাণপুর, মিরপুর, নিকুঞ্জ এবং মোহাম্মদপুরের ৯৪টি পরিবারের রমজান মাসের বাজার করে দিয়েছে তারা। প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল, ৫ কেজি ডাল, ২ কেজি লবণ, ৩ লিটার তেল, ৯ কেজি আলু, ৬ কেজি পেঁয়াজ, ৩ কেজি চিচিঙ্গা, ৪টি লাউ, ৩৬টি লেবু এবং ৬টি সাবান প্যাকেজ আকারে প্রদান করা হয়।
এভাবে পর্যায়ক্রমে প্রায় ৫০০ পরিবারকে অন্তত ৮ সপ্তাহ ধরে নিত্য-প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌছে দেবার লক্ষ্য রয়েছে সংগঠন দুটির। ঢাকার পেশাজীবী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি উন্নয়ন ও সেবামূলক ফুটবল দল ফুটি হ্যাগস। ২০১২ সালে গঠিত হওয়া ফুটি হ্যাগস দলটির সঙ্গে বর্তমানে সংশ্লিষ্ট আছেন ব্যবসায়ী, গায়ক, পেশাজীবী, খেলোয়াড়সহ মোট ৩৭ জন সদস্য।
আর ডব্লিউইসিসিএ তাদের যাত্রা শুরু করে ২০০০ সালে। সাবেক পেশাদার, অপেশাদার ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি ছুটির দিনে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি নাম লিখিয়েছে সামাজসেবায়।