র্যাঙ্কিং কেবলই সান্ত্বনা মাত্রঃ ল্যাঙ্গার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসির নতুন র্যাঙ্কিংয়ে টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে শীর্ষস্থান বাগিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। টেস্টে ভারতকে তিনে এবং টি-টোয়েন্টিতে পাকিস্তানকে চারে নামিয়ে র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে অজিরা। কিন্তু অজিদের এই উন্নতিতে বিন্দুমাত্র উচ্ছ্বাসিত নন হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। কেননা ক্ষণিকের এই শ্রেষ্ঠত্ব তার কাছে সান্ত্বনা ছাড়া আর কিছুই নয়।
ল্যাঙ্গারের মতে র্যাঙ্কিং জিনিসটা শুধুমাত্র কিছুক্ষণের জন্য মুখে হাসি ফোঁটায়, এর চেয়ে বেশি কিছু নয়। যদিও তিনি মনে করেন এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য পরিশ্রম করার বিকল্প কিছু নেই। শুধুমাত্র প্রচুর পরিশ্রমের দরুণই অস্ট্রেলিয়া তাদের শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হবে।

তিনি বলেন, ‘আমরা জানি এই র্যাঙ্কিং কতটা পরিবর্তনশীল। তবে এই মুহূর্তে মুখে হাসি ফোঁটানোর জন্য এটি সত্যিই দারুণ জিনিস।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা বরাবর যেমন দল হতে চেয়েছি, সেজন্য প্রচুর পরিশ্রমের দরকার। তবে আশার কথা হলো, গত কয়েক বছরে আমরা শুধু মাঠেই ভালো খেলিনি, মাঠের বাইরেও দল হিসেবে অনেক এগিয়েছি।’
একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্পর্কে নিজেদের লক্ষ্য পরিষ্কার করেন এই কোচ। এটিও মনে করিয়ে দেন ভারতের মতো শক্ত প্রতিপক্ষকে ঘরের এবং প্রতিপক্ষের মাঠে হারাতে হবে। তবেই আসবে আসল শ্রেষ্ঠত্ব।
এই অজি কোচ বলেন, ‘অবশ্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আমাদের একটা লক্ষ্য। তবে আমাদের অবশ্যই ভারতকে তাদের মাটিতে এবং আমাদের মাটিতে হারাতে হবে। আপনি তখনই নিজেকে সেরা হিসেবে মূল্যায়ন করতে পারবেন যখন সেরাদের বিপক্ষে জিততে পারবেন। সামনের দিনগুলোতে আমাদের সামনে অনেক কঠিন প্রতিপক্ষ অপেক্ষা করছে।’