promotional_ad

পিসিবির মামলার জবাব বাউন্সারে দিলেন শোয়েব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সম্প্রতি উমর আকমলের তিন বছরের নিষেধাজ্ঞার শাস্তি নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার। সরাসরি প্রশ্ন তুলেছেন পিসিবির আইন পরামর্শক তফাজ্জল রিজভির আইনি দক্ষতা নিয়ে।


এখানেই থেমে থাকেননি শোয়েব, করেছেন ব্যাঙ্গাত্মক মন্তব্যও। এর ফলে পিসিবির আইনি পরামর্শক তফাজ্জল মামলা দায়ের করেছেন পাকিস্তানের এই স্পিডস্টারের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনে এই মামলা দায়ের করা হয়েছে।



promotional_ad

মামলার নোটিশ ইতোমধ্যে পৌঁছেছে শোয়েবের কাছে। সম্প্রতি এক টুইট বার্তায় এই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। এই সাবেক স্পিডস্টার জানিয়ে দিয়েছেন ইতিপূর্বে তিনি যা বলেছেন, তা থেকে বিন্দু পরিমাণ সরে আসবেন না।


নিজের অটল অবস্থানের কথা জানিয়ে শোয়েব লিখেছেন, ‘তফাজ্জল রিজভির কাছ থেকে আমি একটি নোটিশ পেয়েছি। যেটা পুরোপুরি মিথ্যা এবং মনগড়া। আমি এ নিয়ে আমার আইনজীবী সালমান কে নিয়াজিকে নিয়োগ দিয়েছি, তিনি এর সময়োপযোগী জবাব দিয়ে দেবেন। আমি তফাজ্জল রিজভির অযোগ্যতা এবং অসন্তোষজনক পারফরমান্সের বিষয়ে যে কথা বলেছি, তা থেকে মোটেও সরে দাঁড়াবো না।’


এর আগে শোয়েব আখতার পিসিবির আইনি উপদেষ্টা দলকে পুরোপুরি অযোগ্য হিসেবে আখ্যায়িত করেন। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েবের এমন মন্তব্যের পর পিসিবি জানায় তফাজ্জল রিজভি মানহানি এবং ফৌজদারী অপরাধ আইনে মামলা করতে যাচ্ছে। 



পিসিবি নিজেদের বিবৃতিতে বলেছিল, ‘লিগ্যাল টিম এবং লিগ্যাল এডভাইজর সম্পর্কে শোয়েব আখতারের খুব দুর্বল শব্দ চয়নে বাজে মন্তব্যের কারণে খুব হতাশ পিসিবি। শোয়েব আখতার যে ভাষা ব্যাবহার করেছেন তা খুবই নোংরা এবং অসম্মানজনক। কোনো সভ্য সমাজে এ ধরনের বক্তব্য কখনো গ্রহণযোগ্য হতে পারে না।’
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball