ইতিহাস গড়া ব্যাট নিলামে তুলছেন গিবস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেটে ৪৩৪ রানের রেকর্ড সংগ্রহ গড়েছিল অস্ট্রেলিয়া। জবাবে খেলতে নেমে ১ বল হাতে রেখে ১ উইকেটের শবাসরুদ্ধকর জয় পেয়েছিল প্রোটিয়ারা।
সেটিই এখন পর্যন্ত কোনো দলের ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় রানের ইনিংস হিসেবে টিকে আছে। হার্সেল গিবসের দানবীয় ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ওয়ানডে ইনিংসটি সাড়ে তিন ঘণ্টাও স্থায়ী হতে পারেনি। দক্ষিণ আফ্রিকা করেছিল ৪৩৮ রান।

ইতিহাস গড়া সেই ম্যাচে মাত্র ১১১ বলে ১৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন গিবস। তার ইনিংসটি সাজানো ছিল ২১টি চার ও ৭টি ছক্কায়। ঐতিহাসিক সেই ইনিংসের ব্যাটটি ১৪ বছর সযত্নে তুলে রেখেছিলেন এই সাবেক প্রোটিয়া ওপেনার।
সেই ব্যাটটিই নিলামে তোলার ঘোষণা দিয়েছেন গিবস। নিলাম থেকে প্রাপ্ত অর্থ করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত???ের সাহায্যের জন্য দান করা হবে। শুক্রবার (১ মে) ক্রীড়াবিষয়ক চ্যানেল 'সুপারস্পোর্টসে' সেই ম্যাচটি পুনঃপ্রচার করা হয়েছে।
সেটা দেখেই ব্যাট নিলামের সিদ্ধান্ত নিয়েছেন গিবল। তিনি টুইটারে লিখেছেন, '#৪৩৮ ম্যাচটি সুপারস্পোর্টসে দেখানো হচ্ছে। যে ব্যাট দিয়ে সেদিন ব্যাটিং করেছিলাম সেটি আমি করোনা তহবিলের জন্য নিলামে তুলতে যাচ্ছি। এত বছর ধরে এটা নিজের কাছে রেখেছিলাম।'
বিশ্বরেকর্ডের সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে ছিলেন মিকি আর্থার। গিবসের ব্যাট নিলামের ঘোষণা তিনিও দেখেছেন। গিবসের টুইটের জবাবে তিনি লিখেছেন, 'খুব ভালো কাজ, হার্শেল। এটার নিশ্চয়ই ভালো দাম উঠবে।'