শরিফুলকে বলেছি ওয়াইফাই নিতে জলদিঃ স্টোনিয়ার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
করোনার প্রভাবে থমকে গেছে বিশ্বের ক্রীড়াঙ্গন। থমকে আছে ২২ গজে ক্রিকেটারদের পদচারণা। একই সঙ্গে সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। ফলে এক প্রকারে গৃহবন্দী হয়ে পড়েছেন দেশের ক্রিকেটাররা।
লম্বা ছুটি পাওয়ায় অনেক ক্রিকেটার চলে গেছেন গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাতে। তবে বসে তাদের থাকা যাবে না। তাদের ধরে রাখতে হবে ফিটনেস। আর ফিটনেস ট্রেনাররা খেলোয়াড়দের নিয়মিত আপডেট নিচ্ছেন অনলাইনে।

কিন্তু উন্নয়নশীল বাংলাদেশের সব জায়গায় নেই ইন্টারনেট সুবিধা। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে খেলোয়াড় থেকে শুরু করে ট্রেনারদের। এমন বিড়ম্বনার সন্মুখীন হয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের এই স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং কোচ রিচার্ড স্টোনিয়ার। অধিকাংশ খেলোয়াড় গ্রামে থাকায় তাদের সাথে যোগাযোগে কিছুটা বেগ পেতে হচ্??ে এই কোচকে।
সম্প্রতি ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
বলেন, 'বাংলাদেশে কিছু খেলোয়াড়দের (অনূর্ধ্ব ১৯ দলের) ওয়াইফাই কানেকশন নিয়ে সমস্যা হচ্ছে মনে হয়। যেমন শরিফুল গ্রামে রয়েছে। তাঁর ওখানে ইন্টারনেট কানেকশনে কিছু সমস্যা রয়েছে। এই কারণে সে নিয়মিত সেশনে যুক্ত হতে পারছে না। আমি ওকে বলতে চাই ইন্টারনেট কানেকশন ঠিক করো দ্রুত।'
লম্বা ছুটিতে তিনিও সময় দিচ্ছেন তাঁর পরিবারকে। কিন্তু থেমে নেই তাঁর কার্যাবলী। নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন শিষ্যদের, দিচ্ছেন তালিমও। তিনি বলেন, ''আমি আকবর, তামিমদের সঙ্গে যোগাযোগ রাখছি, ফিটনেস নিয়ে কথা বলছি নিয়মিত। এই মুহূর্তে পরিবারকে সঙ্গে আছি, বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাচ্ছি, লক্ষ লক্ষ বাংলাদেশীকে সাহায্য করছি ভিডিওর মাধ্যমে।'