promotional_ad

কোচদের অসহায়ত্বে পাশে নেই ক্লাবগুলো

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডন্ট ||


করোনাভাইরাসের ব্যপক বিস্তারের কারণে মাত্র এক রাউন্ড পর স্থগিত হয়ে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। যে কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ক্রিকেটার ও কোচিং স্টাফরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড়দের এককালীন সহায়তা দিলেও কোচিং স্টাফরা পড়েছেন বিপাকে।


কোচদের পাশে দাঁড়াতে বা আর্থিক সহায়তা দিতে ক্লাব থেকে যোগাযোগ করা হয়নি এখনও। বোর্ডের চুক্তির বাইরে থাকা কোচরা বিসিবিকে পাশে চান। তবে তাদের কাছ থেকেও কোনো সাড়া পাচ্ছেন না তারা।



promotional_ad

২০১৬-১৭ মৌসুমের পর এবার প্রিমিয়ার লিগে ফেরা পারটেক্স স্পোর্টিং ক্লাবের কোচ রেজাউল হক জানালেন, করোনার মাঝে নিজেদের পরিস্থিতির কথা। ক্লাবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও হতাশ হতে হয়েছে তাদের। এমনকি লিগ শুরুর পূর্বেও কোনো অর্থ পাননি তিনি।


রেজাউল হক ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'আমরা যোগাযোগের চেষ্টা করতেছি কিন্তু ক্লাব ফোন ধরেনা, কিছু বলেওনা। ম্যাসেজ দিলেও রিপ্লাই দিচ্ছেনা। আমাদের ক্রিকেটাররাও ফোন দেয়, যোগাযোগ করতে চায় তারাও কোন সাড়া পাচ্ছেনা। ফোন ধরলেও সার্বিক পরিস্থিতি, দেশের বর্তমান অবস্থা এসব নিয়ে কথা বলে।' 


'টাকা-পয়সার ব্যাপারে কিছু বলেনা। লিগ শুরুর আগে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে দেওয়ার কথা সবাইকে। আমি সেটাও পাইনি। আজ দেব কাল দেব করতে করতে করোনা পরিস্থিতি চলে এসেছে। এখনতো তাদের সাথে সেভাবে যোগাযোগই করতে পারছিনা।'  



লিগ স্থগিত হওয়ায় আর্থিক অনিশ্চয়তায় পড়েছে প্রায় দুই শতাধিক ক্রিকেটার ও কোচিং স্টাফ। যাদের বেশিরভাগেরই রুটি রুজির মূল উৎস দেশের সীমিত ওভারের এই টুর্নামেন্ট। করোনার এই দুঃসময়ে ক্রিকেটারদের ৩০ হাজার টাকা করে দিয়েছে বিসিবি।


প্রিমিয়ার লিগের আরেক ক্লাব ওল্ড ডিওএইচএস কোচ নাসিরউদ্দিন ফারুক বলেন, ‘আমাদের সাথে ক্লাবের সেভাবে কোন কথা হয়নি। যোগাযোগতো সবসময়ই থাকে সবার সাথে কিন্তু আর্থিক ব্যাপারে কোন কথা হয়নি। ক্লাব কি ভাবছে সেটা আসলে আমাদের জানা নেই। আসলে পুরো ব্যাপারটিতো প্রাকৃতিক, এখানে কারও হাত নেই। এমন পরিস্থিতি আসলে কাউকে কিছু বলাও যাচ্ছেনা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball