promotional_ad

রাহিকে শুধু টেস্ট ক্রিকেটার মানতে নারাজ ওয়াইস শাহ

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সীমিত ওভারের ক্রিকেটার হিসেবে যাত্রা শুরু হলেও টেস্টে এখন বাংলাদেশ দলের নিয়মিত মুখ আবু জায়েদ রাহি। দারুণ সব ইয়র্কার আর স্লোয়ারে প্রতিপক্ষ ব্যাটসম্যানের নাভিশ্বাস ওঠাতে তাঁর জুড়ি নেই।


শক্তিশালী ভারত-পাকিস্তানের বিপক্ষেও নিজের বোলিং ঝলক দেখিয়েছেন রাহি। তবে তাঁকে শুধু টেস্টের ক্রিকেটার ভাবতে নারাজ সাবেক ইংলিশ ব্যাটসম্যান ওয়াইস শাহ। তাঁর মতে সীমিত ওভারের ক্রিকেটার হওয়ার দারুণ দক্ষতা আছে রাহির। 



promotional_ad

২০১৯-২০ বিপিএলে রাজশাহী রয়্যালসের কোচ হিসেবে ছিলেন শাহ। সেখানেই তাঁর অধীনে খেলেছিলেন রাহি। তাই বাংলাদেশের এই পেসারকে খুব কাছে থেকেই পর্যবেক্ষণ করেছেন তিনি। সম্প্রতি 'ক্রিকফ্রেঞ্জির' লাইভে রাহি সম্পর্কে এমন মন্তব্য করেছেন তিনি।


শাহ বলেছেন, 'সীমিত ওভারের ক্রিকেটার হওয়ার দক্ষতা আছে তাঁর। সে কঠিন পরিশ্রম করে। তাঁর স্লোয়ার বলও অনেক ভালো, আমি মনে করি না যে সে টেস্ট ক্রিকেটার হতে পারে। আমি মনে করি তাঁর প্রতিভা আছে। সে খেলাটাকে খুব ভালো ভাবে অনুধাবন করে। অধিনায়ক এবং কোচিং স্টাফদের তাঁর পাশে থাকা উচিত।'


বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসরকে পরীক্ষা-নিরীক্ষার সেরা জায়গা মনে করেন শাহ। এখানে রাহিকে যত ইচ্ছে ততো ইয়র্কার এবং স্লোয়ার দেয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানে জন্ম নেয়া এই ক্রিকেটার। এই সুযোগ রাহিকেও কাজে লাগাতে হবে বলে মনে করেন তিনি।



শাহ বলেছেন, 'বিপিএল পরীক্ষা-নিরীক্ষার জন্য দারুণ জায়গা। এখানে আপনি রাহিকে বল করাতে পারেন এবং বলতে পারেন যতো খুশি স্লোয়ার এবং ইয়র্কার বল করো। এটি একটি দুর্দান্ত সুযোগ কারণ আপনি যদি আন্তর্জাতিক ক্রিকেটার হন তবে এখানে আপনাকে প্রমাণ করতে হবে। এর পরেই কেবল দেশের হয়ে পারফর্ম করতে পারবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball