আশরাফুলকে অসামান্য প্রতিভাবান মনে করেন হার্শা ভোগলে

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। তাঁর হাত ধরে বাংলাদেশের অনেক ইতিহাস লেখা হয়েছে। বাংলাদেশের ক্রিকেটে তাঁর অবদান কখনও অস্বীকার করা যাবে না। কিন্তু সেই আশরাফুল ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে সবার কাছে ভিলেন হয়ে যান।
ক্যারিয়ারের শুরুতে দারুণ সব ইনিংসে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন আশরাফুল। তবে সেই পারফরম্যান্স ধরে রাখতে পারেননি। পরিসংখ্যান ঘাটলে তাই তাঁকে একজন গড়পড়তা ব্যাটসম্যানই মনে হবে।

সম্প্রতি জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক এবং ধারাভাষ্যকার হার্শা ভোগলে বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুল এবং পাকিস্তানের ব্যাটসম্যান উমর আকমলকে অসামান্য প্রতিভাবান দাবি করেছেন। যদিও তারা প্রতিভার অপচয় করে বেশিদূর এগোতে পারেননি বলে ধারণা তাঁর।
টুইটারে হার্শা লিখেছেন, ‘আমাদের পূর্ব ও পশ্চিমে আমি দুইজন অসামান্য প্রতিভাধর দেখেছি। মোহাম্মদ আশরাফুল ও উমর আকমল। তোমার প্রতিভা কীভাবে কাজে লাগাচ্ছো তার ওপর নির্ভর করে তুমি কতদূর অব্দি যেতে পারবে। প্রতিভা নিজেই বড় অপর্যাপ্ত।’
সম্প্রতি ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন করে সব ধরণের ক্রিকেট থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন উমর। এক্ষেত্রে আশরাফুলের সঙ্গে উমরের পরিণতির অনেকটাই মিল পেয়েছেন হার্শা।