আইপিএল না হওয়ায় আক্ষেপ নেই সেন্টু-বুলবুলদের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
'১৩' সংখ্যাটাকে এমনিতেই অপয়া ধরা হয়। এর প্রমাণ নতুন করে দিচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। কোনো বাঁধা বিপত্তি ছাড়াই ১২টি আসর আয়োজন হয়েছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্জাইজি লিগের। এবার তেরোতম আসরে এসেই বিপত্তি ঘটে গেল। করোনাভাইরাসের মহামারীর কারণে স্থগিত হয়ে পড়ে আছে এই আসরটি।
এবারের আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটার সুযোগ না পেলেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন জাতীয় দলের দুই থ্রোয়ার আর কে সেন্টু এবং বুলবুল আহমেদ। তবে আসরটি স্থগিত হয়ে যাওয়ায় আপাতত সেই সুযোগে বাঁধা পড়েছে।

ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে সেন্টু জানিয়েছেন, আইপিএল স্থগিত হওয়ায় আক্ষেপ নেই। তাঁর বিশ্বাস এমন সুযোগ আরও আসবে। আইপিএল স্থগিত হওয়ায় তাঁর সঙ্গে হায়দরাবাদের কারো যোগাযোগ হয়নি। আইপিএল যদি হয় তাহলে তাদের সঙ্গে যোগাযোগ হবে বলে নিশ্চিত করেছেন সেন্টু।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি সেভাবে যোগাযোগ করিনি। ওরাই যোগাযোগ করবে হলে পরে। আমাদের জানায়নি ওইরকম কিছু। আমার সাথে যেভাবে কথা হয়েছে, আরম্ভ হলে পরে, টিকেট দিবে ওরা, আমাদের ভিসা আছে। দেশের এই অবস্থা, আমরা অপেক্ষা করছি। কাজ করলে ভালো হতো। কাজ তো করতেই হবে। ওটাও একটা কাজ। আমার কাছে মনে হয় এটাকে এতো বড় কিছু ভাবার বিষয় নয়। এটাও একটা কাজ, আবার কাজের সুযোগ আসবে। কাজ করছি, প্রতিদিনই কাজ করছি কোথাও না কোথাও।'
খেলা না থাকায় কিছুটা অবসরই পেয়েছেন সেন্টু। তবে সেটা নষ্ট করছেন না তিনি। নিয়মিত অনুশীলন করে নিজের ফিটনেস ঠিক রাখছেন তিনি। সেন্টু বলেছেন, 'থ্রোইংয়ের একটা কাজ করতে করতে আমি আইপিএলে গেলাম। আমি নিজে এগুলোর উপর কোচিং করছি। মনে হচ্ছে আমি এখন ক্রিকেট খেলতে পারবো আমি। আমি খুব সুন্দর একটা জায়গায় আছি। আমি চাইলে ক্রিকেট খেলতে পারবো। আমি ফিট আছি।'
আরেক থ্রোয়ার বুলবুল নিজেকে পরিস্থিতির শিকার বলেই ধরে নিচ্ছেন। করোনার কারণে আইপিএলে যাওয়া হচ্ছে না এখন। আইপিএলে যাওয়ার সুযোগ পেলে ভালো হতো। তবে এখন সেটা না হওয়া কিছুটা হতাশ হলেও মনোবল হারাচ্ছেন না বুলবুল।
তিনি বলেছেন, 'আমি আইপিএলে সুযোগ পেয়েছিলাম সানরাইজার্স হায়দরাবাদে থ্রোয়ার হিসেবে কাজের জন্য। আপনারা জানেন বর্তমানে সাড়া পৃথিবীতে মহামারী আকারে ছড়িয়ে আছে করোনা ভাইরাস। আমি যেতে পারলে আমার জন্য ভালো হতো। অনেক বড় একটি প্ল্যাটফর্ম ছিল।'