মানসিক ভাবে চাঙ্গা থাকতে, আকবরদের বই পড়ার পরামর্শ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
করোনাভাইরাসের কারণে চলছে লকডাউন। ফলে ঘরের বাইরে, জিম বা মাঠে যাওয়ার হওয়ার সুযোগ নেই। বাড়িতে বসেই সিনিয়র ক্রিকেটাররা চেষ্টা চালাচ্ছেন ফিটনেস ধরে রাখার।
যে জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে দেয়া হয়েছে গাইডলাইনও। তবে বয়সভিত্তিক ক্রিকেটারদের শুধু ফিটনেস ঠিক রাখাই নয়, সঙ্গে আরও কিছু নির্দেশোনা দেয়া হয়েছে বোর্ড থেকে।
হাতে যেহেতু অফুরন্ত সময় থাকায় আকবর-পারভেজদের পড়াশোনায় বেশি মনোযোগী হতে বলেছে বিসিবি। মূলত যুবাদের মানসিক ভাবে চাঙ্গা রাখার জন্যই এই পরামর্শ দেয়া হয়েছে।

পাশাপাশি অনলাইনে সফল ক্রিকেটার কিংবা কোচদের পরামর্শ অনুসরণ করতেও বলা হয়েছে তাঁদের। এই ব্যাপারে যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী বলেন, 'আমরা তো ধরেন সরাসরি বোর্ডের আওতায় আছি। তো বোর্ড থেকে আমাদের কিছু দিকনির্দেশনা দেওয়া হয়েছে।'
'যেগুলা আমাদের যিনি ম্যানেজার আছেন, উনিই দিয়ে দিচ্ছেন। ব্যাপারপটা মানসিক স্বাস্থ্য ঠিক রাখার কারণে। কিছু বই পড়ার কথা উল্লেখ করেছে। আর বয়সভিত্তিল এবং জেলা পর্যায়ে যে খেলোয়াড় আছে, তাদেরকে স্থানীয় কোচের মাধ্যমে কিছু বার্তা দেওয়া হয়েছে।'
গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছিলেন শাহাদাত হোসেন দিপু। করোনার প্রাদুর্ভাবে এক রাউন্ড পরই বন্ধ হয়ে যায় লিগ। তাই নিজ বাড়িতেই অবসর সময় পার করছেন এই তরুণ। ডানহাতি এই ব্যাটসম্যানও পেয়েছেন বিসিবির পরামর্শ।
যুব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ৭৪ রানের ইনিংস খেলা দিপু বলেন, 'আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। ওখানে নিয়মিতই পরামর্শ দেওয়া হয় বোর্ড থেকে। সময়টা ভালোভাবে কাজে লাগাতে বলেছে
বিশেষ করে বই পড়া, পরিবারকে সময় দেওয়া এসব। কোন নির্দিষ্ট বইয়ের নাম বা এমন কিছু বলেনি। বাসায় বসে এসব করা ছাড়া আর উপায়ও নেই। বই খুব একটা পড়া হয়নি আমার তবে এখন থেকে চেষ্টা করবো।'