promotional_ad

একবেলা যেন তারা খেতে পারে, চাওয়া অপুর

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝে দেশের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন সকলেই। যে যেভাবে পারছেন সেভাবেই এগিয়ে আসছেন। ক্রিকেটাররাও পিছিয়ে নেই। নারায়ণগঞ্জের মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন স্থানীয় ক্রিকেটার নাজমুল ইসলাম অপু।


বাঁহাতি এই অফ স্পিনারের এমন মহত কাজে সহযোগীতা দিচ্ছেন জাতীয় দলের  ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। রোজার আগে সহযোগীতা পেয়েছে ৫০০ পরিবার। রোজার শুরু থেকেই অন্তত একবেলা ভালো মানের ইফতারের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন অপু। প্রাথমিকভাবে ১৮০০ পরিবারকে ভাগে ভাগে একবেলা ইফতার করাবেন বাঁহাতি এই স্পিনার।



promotional_ad

এদিকে আগে থেকেই নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি পৌঁছে দেওয়ার কার্যক্রম চলবে যতদিন সামর্থ্য আছে ততদিন। এক সপ্তাহ অন্তর অন্তর মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছে এসব প্রয়োজনীয় দ্রব্যাদি।


জীবন চালিয়ে নেয়ার জন্য যতটুকু দরকার সেটুকু দিয়েই সাহায্য করে যাচ্ছেন অপু। আর এই সংকটময় সময়ে রমজানে এক বেলা ভালো খাবার মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য কাজও করছেন এই স্পিনার।


ক্রিকফ্রেঞ্জিকে অপু বলেন, 'ত্রান বিতরণের কাজতো আমরা শুরু থেকেই করে যাচ্ছি। এক সপ্তাহ অন্তর অন্তর আমরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন চাল, ডাল, পেঁয়াজ, লবন, তেল এসব পৌঁছে দিচ্ছি। এসব কিন্তু আহামরি কিছু নয়। শুধুমাত্র জীবন চালিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় খাদ্য। করোনার মাঝেই শুরু হল রোজা।



'তাই আমরা চেয়েছি অন্তত এক বেলা ইফতার যেন তারা ভালো কিছু খেতে পারে সে ব্যবস্থা করতে। এটা সারা মাস চলবেনা, এটা মূলত এ জন্যই করা এই দুঃসময়েও যেন তারা এক বেলা ভালো খেতে পারে।  আমাদের মূল যে লক্ষ্য তাদের অন্তত তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া সেটা যতদিন সামর্থ্য আছে, যতদিন চালিয়ে নিতে পারবো ততদিন এই সাহায্যটা করে যাবো।'


নাজমুল ইসলাম অপু তার নিজ এলাকা ফরাজিকান্দাতে নিজেরাই রান্না করে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে ভুনা খিচুড়ি। ঈদেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই অফ স্পিনার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball