promotional_ad

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ম্যাচ আয়োজন করবে ইসিবি?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনার প্রভাবে বিশ্বজুড়ে বন্ধ রয়েছে সকল প্রকারের ক্রিকেট ম্যাচ। লকডাউনে রয়েছে গোটা বিশ্ব। ক্রিকেটাররা রয়েছেন গৃহবন্দী। কেউ চাইছে না ঝুকি নিয়ে খেলা মাঠে গড়াক।


এমন পরিস্থিতিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ঘরোয়া ক্রিকেট আয়োজনের প্রস্তাব পেয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছ থেকে। ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন একাধিক দেশ থেকে খেলা আয়োজনের প্রস্তাব পাচ্ছে ইসিবি।



promotional_ad

তিনি বলেন, ‘একাধিক দেশের কাছে থেকে প্রস্তাব পেয়েছেন তারা ঘরোয়া সূচি আয়োজনের। আমরা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কাছ থেকেও প্রস্তাব পেয়েছি। এসব প্রস্তাব আমাদের কাছে আছে।’


এদিকে ৪ জুন থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত হয়ে গেছে। ফলে আপাতত জুলাই থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত আন্তর্জাতিক সূচি সম্পন্ন করার কথা ভাবছে ইসিবি।


হ্যারিসন বলেন, 'ঘরোয়া প্রথম শ্রেণি ও সীমিত ওভারের সূচির জন্য আলাদা জায়গা বের করতে চাচ্ছি আমরা, সেক্ষেত্রে টি-টোয়েন্টি ব্লাস্টকে গ্রীষ্মের একেবারে শেষে নিয়ে যাওয়া হতে পারে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball