তামিম-মুশফিকদের জন্য শ্রীনিবাসের নতুন 'সিস্টেম'

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীনিবাস চন্দ্রশেখরন বাংলাদেশ জাতীয় দলের ভিডিও এনালিস্ট হিসেবে ২০১৮ সালে তামিম-মুশফিকদের সাথে কাজ করা শুরু করেন। লম্বা সময় ধরে দলের এবং খেলোয়াড়দের মাঠের খেলার পরিস্থিতি বিশ্লেষণ করে আসছেন এই এনালিস্ট।
এই লম্বা সময়ে জাতীয় দলের প্রায় সব খেলোয়াড়ই তাঁর স্মরণাপন্ন হয়েছেন। সবচেয়ে বেশি আসতেন তামিম এবং মুশফিক। করোনায় খেলাধুলা স্থগিত থাকায় এবং লকডাউন চলায় গৃহবন্দী জীবন কাটাচ্ছেন বেশিরভাগ ক্রিকেটারই। ফলে এমন পরিস্থিতিতে নতুন সিস্টেম প্রয়োগ করতে যাচ্ছেন এই টাইগার ভিডিও এনালিস্ট।

সম্প্রতি দেশের একটি ইংরেজি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
শ্রীনিবাস বলেন, 'আসেন তো অনেকেই। তবে বেশি আসেন মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল। তাদের নির্দিষ্ট চাহিদা আছে। কোচরাও অনুরোধ করে। তারা নির্দিষ্ট ক্ষেত্রের উপর কাজ করে যদি পছন্দ।'
করোনায় লম্বা ছুটি পেয়ে জাতীয় দলের এই ভিডিও এনালিস্ট বর্তমানে নতুন করে সিস্টেম তৈরী করছেন। এতে করে ক্রিকেটারদের এখন আর চন্দ্রশেখরনের কাছে এসে বসে থাকতে হবে না। ক্রিকেটাররা ঘরে বসেই তাদের খেলা দেখতে পারবেন।
চন্দ্রশেখরন বলেন, 'এখন আমি একটি সিস্টেম সেট আপ করেছি যাতে করে তাঁরা ঘরে বসে তাদের খেলা দেখতে পারে। এটি এক ইনিংস হোক বা পুরো দিন বা পূর্বের কোনও ইনিংসই হোক। তাদের আমাদের কাছে আসতে হবে না। তারা যে কোনও সময় ম্যাচগুলি দেখতে পারবে। তবে যখন আমরা আলোচনা করবো, তখন উপস্থিত সকলের সাথেই আলোচনা করব।'