করোনায় শাপেবর দেখছেন শ্রীনিবাস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীনিবাস চন্দ্রশেখরন। বাংলাদেশ জাতীয় দলের ভিডিও এনালিস্ট। ২০১৮ সালে তামিম-মুশফিকদের সাথে কাজ করা শুরু করেন। এরপর কেটে গেছে দুইটি বছর। এই দুই বছরে বাংলাদেশের সকল খেলায় খেলোয়াড়দের খেলায় পুঙ্খানুপুঙ্খ নজর রেখেছেন এই এনালিস্ট।
করোনার সংক্রমণ ঠেকাতে বন্ধ রয়েছে দেশের সকল ক্রিকেট। নেই ২২ গজে ক্রিকেটারদের পদচারণা। সবাই কাটাচ্ছেন লম্বা ছুটি। তবে এই লম্বা বিরতিকে শাপেবর হিসেবে দেখছেন শ্রীনিবাস। তিনি মনে করেন লম্বা সময় ছুটি পাওয়াতে বেশ ভালোই হয়েছে কেননা গভীরভাবে তিনি তাঁর আগের খেলা পর্যবেক্ষণ করতে পারছেন যা কিনা খেলা শুরু হলে তাঁর কাজে আসবে।

সম্প্রতি একটি ইংরেজি দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
শ্রীনিবাস বলেন, 'এটা খুবই ভালো হয়েছে। কেননা দলের এবং খেলোয়াড়ের পারফরম্যান্স এবং খুঁটিনাটি মূল্যায়ণ করার জন্য এটা খুব সুন্দর একটি বিরতি। একটি সিরিজের মাঝামাঝি সময়ে, এই প্রক্রিয়াগুলি কার্যকর করা বা সম্পাদন করা কঠিন। এখন আমাদের হাতে পর্যাপ্ত সময় রয়েছে এবং তাদের সাথে কথোপকথনের বেশ সুযোগ রয়েছে। পরিস্থিতি যখন স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে তখন তাদের পিছন ফিরে তাকানোর এবং সেই অনুযায়ী কাজ করার জন্য পর্যাপ্ত সময় থাকবে।'
তিনি আরও বলেন, 'আপনি যখন কোনও সিরিজের মাঝামাঝি থাকেন এবং একনাগারে ভ্রমণ করেন, তখন খেলার আসল দিকগুলি চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে। উদাহরণস্বরূপ, দল হিসাবে বাংলাদেশের সবসময় একটি গেম প্ল্যান থাকে। আমরা কীভাবে এগিয়ে যাচ্ছি তা মূল্যায়ন করা হচ্ছে। আমরা দেখছি যে আমরা খেলার প্রতিটি ক্ষুদ্র ক্ষেত্রে কীভাবে উন্নতি করতে পারি এবং বুঝতে পারি যে আমরা সঠিক দিকে এগিয়ে যাচ্ছি কিনা। কোচের সাথে তার আলোচনা দরকার। এটি ভালো যে আমরা এই বিরতিটি পেয়েছি যদিও এটি দুর্ভাগ্যজনকভাবে এসেছে। তবে আমরা এটি সর্বোত্তম পদ্ধতিতে ব্যবহার করার চেষ্টা করছি।'