ক্রিকেট পিচের দৈর্ঘ্য কমানোর প্রস্তাব রমিজ রাজার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনা পরবর্তী পৃথিবীতে অনেক কিছুই বদলে যেতে পারে। বড় পরিবর্তন আসতে পারে ক্রিকেটেও। এর আভাষ ইতোমধ্যে দিয়ে রেখেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বলে লালা এবং ঘামের ব্যবহার চিরকালের জন্য নিষিদ্ধ করতে পারে।
লালা এবং ঘামের ব্যবহার নিষিদ্ধ হলেও বলের একপাশ উজ্জ্বল করার জন্য কৃত্রিম উপাদান বা উপকরণ ব্যবহার বৈধ করে দেওয়ার কথা ভাবছে আইসিসি। সেক্ষেত্রে লেদার ময়েশ্চারাইজার ও শু পলিশের মতো বস্তুকে ছাড়পত্র দিতে পারে আইসিসি। যদিও নিকট অতীতে এসব বস্তু ক্রিকেটে নিষিদ্ধই ছিল। তাই হুট করে এগুলোর ব্যবহার অনেকেই কটু চোখে দেখছেন।

পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা ব্যাপারটিকে ভালো ভাবে নিচ্ছেন না। তিনি বলেছেন, 'এখন ক্রিকেটাররা বলে থুতু বা ঘাম লাগাতে পারবে না। এতে বল পালিশ করতে সমস্যা হবে। রিভার্স সুইংয়ের মতো গুরুত্বপূর্ণ অস্ত্র প্রয়োগে এই পালিশ খুবই গুরুত্বপূর্ণ। রিভার্স সুইং জিনিসটি না থাকলে ক্রিকেটে ভারসাম্য নষ্ট হবে।'
কৃত্রিম উপাদান বা উপকরণ ব্যবহারের বদলে বোলারদের বাড়তি সুবিধা দেয়ার জন্য ক্রিকেট পিচের দৈর্ঘ্য কমিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছেন রমিজ। ২২ গজ থেকে পিচের দৈর্ঘ্য ২০ গজ করলেই এই সমস্যার সমাধান মিলবে বলে বিশ্বাস তাঁর।
এ প্রসঙ্গে রমিজের ভাষ্য, 'বোলারদের বাড়তি সুবিধা দিতে পিচের দৈর্ঘ্য কমিয়ে দেওয়া যায়। পিচের দৈর্ঘ্য ২২ গজের জায়গায় ২০ গজ করে দিলেই কিন্তু বোলাররা বাড়তি সুবিধা পেয়ে গেল।'