ভনের মন্তব্যের কড়া জবাব দিলেন পিটারসেন

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় আসরে ১৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে কেভিন পিটারসেনকে দলে ভেড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বিশাল অঙ্কে আইপিএলে দল পাওয়ায় তাঁর প্রতি নাকি ঈর্ষান্বিত ছিলেন ইংল্যান্ডের বাকি ক্রিকেটাররা। কিছুদিন আগে এমনটাই দাবি করেন দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ভন।
ভন বলেছিলেন, 'তখন সবাই কেভিনকে হিংসা করত। ক্রিকেটাররা এখন অবশ্য আমার কথাকে পাত্তা দিবে না। সত্যি বলতে কেভিন সেই সময়ে একটি বড় চুক্তিতে নাম লিখিয়েছিল।দলে তখন মতভেদ তৈরি হয়।'

ভনের এই বক্তব্য অবশ্য সহজভাবে নেননি পিটারসেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। টুইট বার্তায় বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করে কেপি লিখেছেন, 'বিস্ময়কর! এই ধরনের খবর এখনও শিরোনামে আসছে! আমি কি নম্র ভাবে অনুরোধ করতে পারি যে, এটা নিয়ে আর আলোচনার দরকার নেই?'
আইপিএলে দল পাওয়ার ব্যাপারটি ছাড়াও আরো অনেক আলোচ্য বিষয় আছে বলে মনে করেন কেপি। সকলকে ইতিবাচক মানসিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি লিখেন, 'আমরা সবাই অন???কটা পথ চলে এসেছি। আর আমার কেরিয়ারে আলোচনা করার মতো অনেক ভাল বিষয় রয়েছে। আমরা এখন একটা ভেঙেচুরে যাওয়া পৃথিবীতে বাস করছি, যেখানে ইতিবাচক মানসিকতার প্রয়োজন।'
২০০৯ সালের আইপিএল নিলামে সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ ও পিটারসেন। ইংলিশ এই দুই ক্রিকেটারকে সে সময়ের রেকর্ড মূল্যে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।