পৌনে ৪ লাখ টাকা এখনও পাননি আশরাফুল

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০১৮-১৯ মৌসুমে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে রান বন্যা বইয়ে দিয়েছিলেন আশরাফুল। ৫ সেঞ্চুরিতে ১৩ ম্যাচে ৬৬৫ রান করে হয়েছিলেন লিগের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রহকারী। এর পরের মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা আশরাফুলকে দলে ভিড়িয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব।
প্লেয়ার্স ড্রাফট থেকে ১৫ লাখ টাকা পারিশ্রমিকে তাঁকে দলে টানে ঢাকার ক্রিকেটের এই ঐতিহ্যবাহী ক্লাবটি। সেই টাকার পুরোটা এখনও বুঝে পাননি আশরাফুল। ক্লাবটির পক্ষ থেকে বেশ কয়েকবার আশ্বাস দেয়া হলেও, পাওনা পৌনে ৪ লাখ টাকা আশরাফুলের হাতে আসেনি।

টাকা না পাওয়ার দলে আছেন আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসও। মোহামেডান ক্লাবের ডিরেক্টর ইন-চার্জ লোকমান হোসেন ভুঁইয়া আশরাফুলদের টাকা দিয়ে দেয়ার আশ্বাস দিয়েছিলেন। ক্যাসিনো কাণ্ডে তিনি আছেন জেলে, তাই আশরাফুলদের টাকাও পাওয়া হচ্ছে না।
এ প্রসঙ্গে আশরাফুল বলেন, 'এখনও আমি মোহামেডানের লাস্ট ২৫ পারসেন্ট টাকাটা পেলাম না। লিটনও পায়নি। আমাদের দুর্ভাগ্য, যে আমরা টাকাটা তুলতে দেরি করেছি একটু। ওই সময় লোকমান ভাই জেলে চলে গেল। এখন তো আর পেলাম না। তিন লাখ ৭৫ হাজার টাকা পেলাম না। পাবো বলেছে ওরা। কিন্তু কই?'
করোনাভাইরাসের প্রকোপের কারণে এক রাউন্ড পরই বন্ধ হয়ে গেছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। এর ফলে এবারও কোনো টাকা পাননি তারা। আশরাফুল মনে করেন আর দুই-একটি ম্যাচ হলেই তারা ৫০ শতাংশ টাকা পেয়ে যেতেন। যদিও এখন তিনি পরিস্থিতির শিকার বলে মনে করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
আশরাফুল বলেছেন, 'এটা আসলে ব্যাড লাক আমাদের জন্য যে এমন সময় করোনা ভাইরাস চলে এসেছে। আর ১-২ টা ম্যাচ হলে হয়তো আমরা ৫০ ভাগ টাকা পেতাম। প্রসেসিংয়ের মধ্যে ছিল। কিন্তু খেলা বন্ধ হওয়ার কারণে তো ক্লাব কর্মকর্তা সবাই ঘরে বসে গেছে।'