promotional_ad

সাকিবের ব্যাটের তিন-চারগুণ ভিত্তি মূল্য রাখতে চান আশরাফুল

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার। তাঁর হাত ধরেই অনেক ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। তিনি নিজেও ব্যাট হাতে লিখেছেন অনেক ইতিহাস। দেশ যখন করোনাভাইরাসের প্রকোপে ধুঁকছে, সেই সময় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে নিজের রেকর্ড গড়া ব্যাট নিলামে তুলছেন এই সাবেক অধিনায়ক।


২০০১ এ শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টে আশরাফুল বিশ্বের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছিলেন। সেই বিশ্ব রেকর্ড গড়া ব্যাট নিজের সংগ্রহে রেখেছিলেন আশরাফুল। সেই ব্যাট বিক্রি করে করোনায় সঙ্কটে পড়া মানুষজনের পাশে দাঁড়াচ্ছেন তিনি।



promotional_ad

আশরাফুলের কাছে আরেকটি ব্যাট আছে ঐতিহাসিক। ২০০৫ সালে ন্যাটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচে সেঞ্চুরি করা ব্যাটটিও নিলামে তুলতে চান এই তারকা ক্রিকেটার। কদিন আগেই ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে সাকিব আল হাসানের বিশ্বকাপের ব্যাট।


যে ব্যাটের ভিত্তিমূল্য ছিল মাত্র ৫ লাখ। এবার আশরাফুল নিজের ব্যাটের ভিত্তিমূল্য রাখতে চান ১৫-২০ লাখ টাকা। ব্যাট নিলামে উঠানোর জন্য আরেকটু সময় অপেক্ষা করছেন আশরাফুল। আরেক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ব্যাটের নিলাম দেখেই তিনি নিজের ব্যাট নিয়ে সিদ্ধান্ত নিতে চান।


এ প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিকে আশরাফুল বলেছেন, 'মুশফিকেরটা দেখি, তারপর। ওর (সাকিবের) তো বেস প্রাইজ পাঁচ লাখ দিয়েছে, আমার তো এটা রেকর্ডের ব্যাট। তো আমি বেস প্রাইজ চিন্তা করছি ১৫-২০ লাখ টাকার।'



নিজের বিশ্বরেকর্ড গড়া ব্যাটের মূল্য অনেক বেশি হওয়া উচিত বলেই মনে করেন আশরাফুল। তিনি বলেছেন, 'বিশ্বরেকর্ডের চিন্তা করছি, ওইটার জন্যই। যদি বেশি না হয়, তাহলে তো দিয়ে কোনও লাভ নাই, ঠিক না? মানুষকে সাহায্য করা দিয়ে কথা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball