promotional_ad

গেইল-রাসেলদের পরিপূরক স্কিল হিটিং

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের। ধারণা করা যাচ্ছে অস্ট্রেলিয়ার গতিময় এবং বাউন্সি উইকেটে বেশ কঠিন পরীক্ষাই দিতে হবে বাংলাদেশকে। তার ওপর দলে নেই ক্রিস গেইল কিংবা আন্দ্রে রাসেলের মতো হার্ড হিটার ব্যাটসম্যান। সবমিলিয়ে বড় রান করতে গলদঘর্ম হতে পারে বাংলাদেশ।


যদিও এসব নিয়ে ভাবছেন না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বিগ হিটিংয়ের চেয়ে স্কিল হিটিংয়ের প্রতি বেশি গুরুত্ব দিতে চান তিনি। তাঁর বিশ্বাস মানসিক শক্তির উপর্যুপরি প্রয়োগ ঘটাতে পারলে বড় রান করা সম্ভব হবে।    



promotional_ad

দেশের একটি শীর্ষ ইংরেজি দৈনিককে মাহমুদউল্লাহ বলেছেন, 'আমাদের ক্রিস গেইল কিংবা আন্দ্রে রাসেলের মতো বিগ হিটার নেই। আমাদের ছন্দ ধরে রাখার জন্য স্কিল হিটিংয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। যদি আমরা স্কিল হিটিং কাজে লাগাতে পারি এবং মানসিক শক্তির প্রয়োগ দেখাতে পারি তাহলে টি-টোয়েন্টি ম্যাচগুলোতেও বড় রান করতে পারবো। ' 


অস্ট্রেলিয়ার গতিময় উইকেটে ভালো করতে হলে বাউন্ডারি মারার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিতে হবে বলে মনে করছেন মাহমুদউল্লাহ। এক্ষেত্রে ছক্কা মারার পাশাপাশি স্কোরিং শট খেলার প্রতি ব্যাটসম্যানদের আহ্বান করেছেন তিনি। 


টি-টোয়েন্টি দলপতি বলেন, 'অস্ট্রেলিয়ার মাঠ অনেক বড় এটা সত্যি। তবে সেখানকার উইকেট বেশ ভালো এবং অনেক বাউন্স আছে, বল দ্রুত আসে। এটা তেমন কোনো সমস্যা নয়। আমাদেরকে বাউন্ডারি হাঁকানোর প্রতি গুরুত্ব দিতে হবে। আপনি যদি ছক্কা মারার প্রতি বেশি নজর দেন, তাহলে চারও মারতে পারবেন না হয়তো। তাই ছক্কার পাশাপাশি আপনার স্কোরিং শটও খেলতে হবে।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball