করোনা 'দুর্যোগে' ইংল্যান্ডের পাশে আবু ধাবি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কাউন্টি লিগের খেলাসহ সকল ধরণের টুর্নামেন্ট বন্ধ রয়েছে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় দেড় লাখ, যেখানে মৃত্যুবরণ করেছে প্রায় ১৯ হাজার। ফলে সকল ধরণের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে।
এরূপ পরিস্থিতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে আবু ধাবি ক্রিকেট (এডিসি)। কাউন্টি এবং আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচগুলোর জন্য নিজেদের স্টেডিয়াম ব্যবহার করার অনুমতি দিয়েছে তারা।

এডিসি জানিয়েছে আগামী অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত শেখ আবু জায়েদ স্পোর্টস কমপ্লেক্স ব্যবহার করতে বাঁধা নেই ইংল্যান্ডের। এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়া না হলেও শীঘ্রই ইসিবির সঙ্গে আলাপ করবে এডিসি।
বিশ্বের অধিকাংশ দেশে করোনা পরিস্থিতি লাগাম ছাড়া হলেও কিছুটা ব্যতিক্রম আরব আমিরাতের ক্ষেত্রে। কারণ দেশটি দারুণ দক্ষতার সঙ্গে করোনা মোকাবেলা করছে। রাতের বেলা কারফিউ জারি করার মাধ্যমে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমিয়ে এনেছে তারা।
আগামী সপ্তাহ থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে দেশটির বলে ধারণা করা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চার মাসের জন্য নিজেদের স্টেডিয়াম ও কমপ্লেক্স ইংল্যান্ডকে ব্যবহার করতে দিতে রাজি প্রস্তুত আবু ধাবি ক্রিকেট।