প্রিয় ব্যাটে এখনও অপরাজিত সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভিত্তি মূল্য মাত্র ৫ লাখ টাকা থাকলেও দারুণ উত্তেজনাপূর্ণ দর কষাকষিতে সাকিব আল হাসানের বিশ্বকাপের ব্যাট বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। বুধবার 'অকশন ফর একশন' নামের একটি ফেসবুক পেজের মাধ্যেম ব্যাটটি বিক্রি হয়েছে।
ঐতিহাসিক এই ব্যাটের ক্রেতা রাজ নামের একজন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী। এই ব্যাট বিক্রি হতে পাওয়া অর্থের পুরোটাই যাবে সাকিব আল হাসান ফাউন্ডেশনে। সহায়তা করা হবে করোনাভাইরাসের এই দুর্যোগের সময় অসহায় মানুষদের।

এই ব্যাট দিয়ে খেলেই বিশ্বকাপের আগে এবং বিশ্বকাপে প্রায় দেড় হাজার আন্তর্জাতিক রান করেছেন সাকিব। এই ব্যাট হাতে বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিল অসাধারণ, ৮৬.৫৭ গড়ে করেছিলেন ৬০৬ রান। নিলামের লাইভে ব্যাটটির ইতিহাস তুলে ধরেছেন সাকিব।
তিনি বলেন, '২০১৯ আইপিএলের সময় দুটি ব্যাট দিয়ে অনুশীলন করতাম। সাধারণত আমরা প্র্যাকটিসের ব্যাট দিয়ে ম্যাচে খেলি না। আইপিএলের পর যখন আয়ারল্যান্ডে গেলাম (ত্রিদেশীয় সিরিজে), আমার কাছে নতুন ম্যাচ ব্যাট ছিল, তার পরও এই ব্যাট ধরে মনে হলো, খুব ভালো অনুভব করছি। ব্যাটটি ধরেই একটি ভালো লাগা কাজ করছিল। এজন্য ওই ব্যাট দিয়ে ম্যাচে খেললাম। ভালো করতে থাকার পর ওই ব্যাট দিয়েই খেলে গেলাম। বিশ্বকাপেও মনে হলো, এটি দিয়েই খেলি।'
ব্যাটটি দিয়ে নিয়মিত খেলে রানের ফোয়ারা বইয়ে দিচ্ছিলেন সাকিব। তাই সিদ্ধান্ত নিয়েছিলেন পুরো বিশ্বকাপ এই ব্যাট দিয়েই খেলবেন। তিনি বলেন, 'বিশ্বকাপে সব ম্যাচে ওই ব্যাটে খেলেই গেলাম। ভালো করছিলাম বলে আর বদলাতে চাইনি। একটি ম্যাচে কেবল অন্য একটি ব্যাট হাতে নিয়েছিলাম, ইংল্যান্ডের বিপক্ষে ১২০ রান করার পর। অন্য ব্যাট নিয়ে আর এক রানও করতে পারিনি (১২১ করেছিলেন সেই ম্যাচে)। তার পর আরও বেশি মনে হয়েছে, এই ব্যাটেই খেলতে হবে।'
বিশ্বকাপে টানা খেলায় কিছুটা ব্যাটটি কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছিল। এরপরও টেপ পেঁচিয়ে খেলে গেছেন সেটি দিয়েই। বিশ্বকাপের পরেও ত্রিদেশীয় সিরিজে এই ব্যাট দিয়ে খেলেছেন সাকিব। নিষেধাজ্ঞার আগে নিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে এই ব্যাট দিয়েই খেলেই ৭০ রানে অপরাজিত ছিলেন সাকিব। বাংলাদেশ ম্যাচটি জিতেছিল ৪ উইকেটে।
এই ঘটনা বলতে গিয়ে সাকিব জানান, 'বলতে পারেন, আমার সবচেয়ে প্রিয় ব্যাট এটি। যেহেতু আমার খুব কাছের এটি, তাই সহজে ছাড়তেও মন চায় না। তারপরও আমার কাছে মনে হলো, ভালো কাজের জন্য যদি এটা কাজে লাগে, তাহলে অবশ্যই ভালো হবে। ব্যাট প্রিয় হলেও মানুষের জীবন মানুষের জীবনের চেয়ে মূল্যবান তো আর কিছু নয়।'