পত্রিকার খবর দেখে বিস্মিত জাভেদ ওমর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অভিযোগ ওঠেছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন দলের ভেতরের তথ্য বাইরের বিভিন্ন জায়গায় পাচার করেছেন জাভেদ ওমর। যে কারণে তাঁর তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছে সাবেক এই ওপেনারকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখার। এছাড়া তার বিরুদ্ধে আরো গভীর তদন্ত চালাবে আইসিসি।

অভিযোগ উঠলেও এই ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চাননি জাভেদ ওমর। উল্টো এমন খবর দেখে বিস্মিত হয়েছেন তিনি। খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন সাবেক এই ওপেনার।
ক্রিকফ্রেঞ্জিকে জাভেদ ওমর বলেন, 'আমি বিস্তারিত কিছু বলতে চাইছি না এই বিষয়ে। বোর্ডের সঙ্গে আমার কথা হয়েছে এই বিষয়ে তারা কিছুই জানে না। বোর্ড আমার অভিভাবক। যা প্রকাশ পেয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন একটা তথ্য।'
'আমি দেখেহি মাত্র একটা পত্রিকায় খবরটা প্রকাশিত হয়েছে। আমি নিজেও অবাক হয়েছি। সঙ্গে সঙ্গে বোর্ডের সাথে যোগাযোগ করি। আমার কথা হচ্ছে, এমন কিছু হলে বোর্ডের তো অবশ্যই জানার কথা।'
গেল বছর পর পর দুটি সিরিজে বাংলাদেশ নারী দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন জাভেদ ওমর। এরই সুবাদে বিশ্বকাপেও এই দায়িত্বে তাকে অস্ট্রেলিয়া পাঠায় বিসিবি। সেখানেই নাকি এই কান্ড ঘটিয়েছেন তিনি।
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে শেষ হয়েছিল জাভেদ ওমরের চুক্তি। বাংলাদেশের হয়ে ৪০ টেস্ট এবং ৫৯ ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। এই ওপেনারের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ১৯৯৫ সালে।